সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নান করতে গিয়ে জলের কল খুললেই আগুনের মতো জল। গা প্রায় পুড়ে ছাই। সূর্যের তেজে ট্যাঙ্ক একেবারে তন্দুর। কী উপায়? খুব সহজেই ট্যাঙ্কের জলকে রাখতে পারেন ঠান্ডা। রইল টিপস।
বাড়ির ট্যাঙ্কের জলকে তীব্র রোদের হাত থেকে ঠান্ডা রাখতে পাটের বস্তার ব্যবহার করতে পারেন। ৪ থেকে ৫ টি পাটের বস্তা সংগ্রহ করে সেগুলিকে ভিজিয়ে বস্তাগুলিকে দিয়ে ট্যাঙ্কটিকে বাইরে থেকে ভালভাবে ঢেকে দিতে হবে। দেখবেন এতে জল ঠান্ডা হবে।
গরমকালে ট্যাঙ্কের জল গরম হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল যে পাইপলাইন দিয়ে জলটি আসে সেটি সূর্যের তাপে গরম হয়ে যায়। ভেজা কাপড় দিয়ে যদি পাইপকে ঢেকে দেওয়া যায় তাহলে সেটি সরাসরি তাপ পাবেনা এবং সেক্ষেত্রে জলও ঠান্ডা থাকবে।
[আরও পড়ুন: প্যাঁকাটির মতো চেহারা সৌরসেনীর! সৃজিতের কড়া হুঁশিয়ারি, কীসের জন্য দিলেন ২ মাস সময়?]
বিশেষজ্ঞরা বলেন, গরমে সাদা রঙের কাপড় পড়তে। সেই ফমূর্লা মেনেই ট্যাঙ্কের গায়ে সাদা রং করে দিন। দেখবেন জল ঠান্ডা থাকবে।
ট্যাঙ্কের গায়ে চুন বা মাটির প্রলেপ লাগিয়ে দিন। দেখবেন জল ঠান্ডা থাকবে।