shono
Advertisement
Vastu Tips

সংসারে ঝামেলা? রান্নাঘরের এই দুই জিনিসের অবস্থান বদলে দিলেই ফিরবে সুখ-শান্তি!

এই দুই জিনিসের অসম অবস্থান গ্রহের অশুভ যোগ তৈরি করে।
Published By: Buddhadeb HalderPosted: 07:51 PM Jan 02, 2026Updated: 08:12 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারের সুখ-শান্তি অনেকাংশেই নির্ভর করে আমাদের রান্নাঘরের ওপর। বাস্তুশাস্ত্র মতে, হেঁশেল হল বাস্তুর শক্তির মূল কেন্দ্র। এখানে অন্নপূর্ণার বাস। তাই রান্নাঘরে নিয়ম মেনে চললে যেমন সমৃদ্ধি আসে, তেমনি নিয়ম ভাঙলে পরিবারে অশান্তি ও কলহ দেখা দেয়। বাস্তুবিদদের মতে, রান্নাঘরের অতি প্রয়োজনীয় দুটি জিনিস নুন ও হলুদ ভুলেও পাশাপাশি রাখা উচিত নয়।

Advertisement

কেন এই সতর্কতা?
নুন এবং হলুদ—দুইয়েরই গুণ ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। নুন মূলত শক্তির প্রতীক। এটি মানুষের মন ও আবেগের ওপর প্রভাব ফেলে। অন্যদিকে, হলুদ হল শুভ এবং সমৃদ্ধির চিহ্ন। যেকোনো ধর্মীয় কাজে বা পুজোয় হলুদের গুরুত্ব রয়েছে। এই দুটি জিনিস যখন খুব কাছাকাছি বা এক জায়গায় রাখা হয়, তখন তাদের শক্তির মধ্যে সংঘাত শুরু হয়। যার নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে বাড়ির সদস্যদের ওপর।

গ্রহের সংযোগ ও প্রভাব
জ্যোতিষ শাস্ত্র বলছে, নুনের ওপর চন্দ্র ও শুক্রের প্রভাব থাকে। নুন ঠিকভাবে না রাখলে সদস্যদের মেজাজ খিটখিটে হতে পারে। আবার হলুদের সঙ্গে যুক্ত দেবগুরু বৃহস্পতি। হলুদকে সম্মান ও পবিত্রতার সঙ্গে রাখা জরুরি। নুন ও হলুদের এই অসম অবস্থান গ্রহের অশুভ যোগ তৈরি করতে পারে।

পরিবারে কী কী ক্ষতি হতে পারে?
১. অহেতুক ঝগড়া ও মানসিক উত্তেজনা বৃদ্ধি পায়।
২. সদস্যদের মধ্যে অস্থিরতা ও খিটখিটে ভাব দেখা দেয়।
৩. কাজে অনীহা ও মনঃসংযোগের অভাব ঘটে।
৪. সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।

গৃহশান্তি বজায় রাখতে আজই আপনার রান্নাঘর গুছিয়ে তুলুন। নুন ও হলুদকে আলাদা স্থানে রাখুন। ছোট এই বদলই আপনার সংসারে ফিরিয়ে আনতে পারে খুশির আমেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রান্নাঘরের অতি প্রয়োজনীয় দুটি জিনিস নুন ও হলুদ ভুলেও পাশাপাশি রাখা উচিত নয়।
  • জ্যোতিষ শাস্ত্র বলছে, নুনের ওপর চন্দ্র ও শুক্রের প্রভাব থাকে।
  • আবার হলুদের সঙ্গে যুক্ত দেবগুরু বৃহস্পতি।
Advertisement