সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের (Kashmir) মুসলিম কনফারেন্সের দুটি শাখাকে নিষিদ্ধ করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন। পাকিস্তানের মদতে ভারতবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, মুসলিম কনফারেন্সের দুটি শাখা- জম্মু কাশ্মীর সুমজি এবং জম্মু কাশ্মীর ভাটকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। শাহের কথায়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরোধী কার্যকলাপ চালাত এই দুই শাখার সদস্যরা। শুধু তাই নয়, কাশ্মীরের আমজনতাকে নির্বাচনে অংশ না নিতেও জোর করত তারা। সেই জন্যই আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই দুই শাখাকে।
[আরও পড়ুন: আরপিএফে কয়েক হাজার পদে নিয়োগ? আবেদনের আগে জানুন সত্যিটা]
মুসলিম কনফারেন্সের দুই শাখাকে নিষিদ্ধ করতে বিশেষ বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, তাদের কার্যকলাপে যদি রাশ না টানা যায় তাহলে সংকটের মুখে পড়বে দেশের নিরাপত্তা। পাকিস্তান থেকে আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে এই সংগঠনের সদস্যদের। সবমিলিয়ে, দেশের নিরাপত্তার স্বার্থেই দুটি শাখাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
নিজের এক্স হ্যান্ডেলেও এই খবর নিয়ে টুইট করেন অমিত শাহ (Amit Shah)। লেখেন, “সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যারা নিয়মবিরোধী কাজ করবে তাদের চরম ফল ভুগতে হবে।” উল্লেখ্য, কাশ্মীরের জামাত-ই-ইসলামিকে আগেই নিষিদ্ধ করা হয়েছিল। এবার তাদের নিষেধাজ্ঞার মেয়াদও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।