সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নাম বদলের প্রস্তাবে ছাড়পত্র দিল না কেন্দ্র। ফলে এখনই ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গের নাম। গত বছরের জুলাই মাসে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাস করিয়ে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করানোর প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রকে। কিন্তু, সেই প্রস্তাবে এখনও কেন্দ্র ছাড়পত্র দেয়নি। ফলে নাম বদলের প্রস্তাব এখনও অথৈ জলে।
[আরও পড়ুন: বাংলার মাদ্রাসাগুলি থেকেই ছড়াচ্ছে সন্ত্রাসের জাল, বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রের]
রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব আগেই বিধানসভায় পাশ করিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘বাংলা’ নামের প্রস্তাবে সম্মতিও দিয়েছে বিরোধীরাও৷ একমাত্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই রাজ্যের নাম ‘বাংলা’ করার বিরোধিতা করেছিলেন। আসলে, পশ্চিমবঙ্গ নাম থাকার ফলে একাধিক জায়গায় সমস্যায় পড়তে হয়েছে বাংলাকে। ইংরেজিতে নামের আদ্যক্ষর ‘W’ দিয়ে শুরু হওয়ায় সব প্রকল্পেই শেষের সারিতে থাকতে হত। সেটাই বদলাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় বিল পাশের পর স্বরাষ্ট্রমন্ত্রকে সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন।
[আরও পড়ুন: রাহুলের ইস্তফা আটকাতে দলের সদর দপ্তরের সামনে আত্মহত্যার চেষ্টা কংগ্রেস কর্মীর]
কিন্তু, তারপর আর এ নিয়ে প্রায় একবছর কোনও অগ্রগতি হয়নি। সম্প্রতি, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চান, এই প্রস্তাবে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে কিনা। তাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, এই প্রস্তাবে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। তাছাড়া, কোনও রাজ্যের নাম বদলাতে হলে সংবিধানে সংশোধনী আনতে হয়। রাজ্যসভায় বিল পেশ করতে হয়। যা করা হয়নি। তাই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রের এই প্রস্তাবে আপত্তি আছে। রাজ্যসভার এই অধিবেশনে যে বিলগুলি আনার তালিকা দেওয়া হয়েছে, তাতেও নেই রাজ্যের নাম বদলের প্রস্তাবের নাম। সুতরাং, আপাতত রাজ্যের নাম বদলের কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই অখুশি রাজ্যের বুদ্ধিজীবীমহল।
The post রাজ্যের নাম বদলের প্রস্তাবে সায় নেই কেন্দ্রের, এখনই ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গ appeared first on Sangbad Pratidin.