shono
Advertisement

সেকি! কিশোরের কান থেকে এসব কী বেরল?

সাবধান! ভিডিওটি দেখলে শিউরে উঠবেন৷ The post সেকি! কিশোরের কান থেকে এসব কী বেরল? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Jul 13, 2017Updated: 12:50 PM Jul 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানে ভীষণ ব্যথা ছিল ছেলেটার৷ আর সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গিয়েছিল৷ টর্চ দিয়ে কানের ভিতরে পরীক্ষা করে দেখে অবাক ডাক্তারবাবুও৷ কিশোরের কানের ভিতরে বাসা বেঁধেছে একগাদা পোকা৷ প্রত্যেকটি দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেখানে৷ আর এর জন্যই যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোরটি৷ পোকাগুলি না বের করলে এভাবেই যন্ত্রণা পেতে হবে কিশোরকে৷ তাই তৎক্ষণাৎ পোকাগুলি বাইরে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ কান পরিষ্কার করার যন্ত্র দিয়ে একটি একটি করে পোকা বের করতে শুরু করেন তিনি৷ ভিডিওতে তুলে রাখা হয় এই দৃশ্য৷

Advertisement

ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়৷ ইতিমধ্যেই তা পেয়ে গিয়েছে ভাইরাল তকমা৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের একটি স্থানের৷ সেখানেই বাস করে ওই কিশোর৷ কানের ব্যথায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ডাক্তারের কাছে যায় সে৷ কিন্তু কেমন করে কানের ভিতরে ছিল এই ধূসর রংয়ের পোকাগুলি? প্রাথমিকভাবে ডাক্তাররা মনে করছেন, মাছি জাতীয় কোনও প্রাণী কিশোরের কানে ডিম পেড়েছিল হয়তো৷ সেখান থেকেই লার্ভার মতো এই পোকাগুলির জন্ম হয়েছে৷ শরীরের ভিতর থেকে প্রোটিন শুষে নিয়েই সেগুলি এতদিন বেঁচে ছিল৷

[জিএসটি-র দোহাই দিয়ে বেশি টাকা নিচ্ছে রেস্তরাঁ? এই বিষয়গুলি মাথায় রাখুন]

অবশ্য মানুষের কানের ভিতরে এভাবে পোকামাকড় ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়৷ কিছুদিন আগেই এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী৷ বারান্দায় ঘুমোতে গিয়ে তাঁর কানের ভিতরে প্রবেশ করেছিল একটি আস্ত মাকড়সা৷ সেক্ষেত্রে অবশ্য লক্ষ্মীর কানের ভিতরে ওষুধ প্রয়োগ করায় নিজে থেকেই বেরিয়ে এসেছিল মাকড়সাটি৷ কিন্তু কাজাখস্তানের কিশোরের পরিস্থিতি আরও গুরুতর ছিল৷ কারণ তাঁর কানের ভিতরের পোকাগুলি ছিল খুবই ছোট৷ তাই খুব সাবধানে একটি একটি করে সেগুলি বের করতে হয়েছে ডাক্তারদের৷

[এবার এক জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে]

The post সেকি! কিশোরের কান থেকে এসব কী বেরল? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার