shono
Advertisement

Breaking News

বউবাজারে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি, আহত পাঁচ

মালিকের পাত্তা নেই, প্রায় গোটা বাড়ি ভাড়াটিয়ার দখলে৷ জানালেন স্থানীয় কাউন্সিলর৷ The post বউবাজারে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি, আহত পাঁচ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Jan 28, 2017Updated: 09:08 AM Jan 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির একাংশ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বউবাজার এলাকার ৭০ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে৷ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় বটতলা থানার পুলিশ ও দমকল৷

Advertisement

জানা গিয়েছে, এই বাড়িটির একটি বারান্দা ভেঙে পড়েছে৷ প্রায় তিন ফুট চওড়াও প্রায় ৩০ ফুট  লম্বা ঝুলন্ত ওই বারান্দা৷ ঘটনা সময় ওই বারান্দাতেই দাঁড়িয়েছিলেন দুই মহিলা৷ সেই সময় বারান্দার তলায় রাস্তায় ছিলেন আরও তিনজন৷ ওই মহিলাদের নিয়ে নিচে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর ভেঙে পড়ে বারান্দাটি৷ পাঁচজনকেই  আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ আঘাত বেশ গুরুতর বলেই জানা গিয়েছে৷

বাড়ছে WBCS পরীক্ষায় আবেদনের বয়ঃসীমা

খবর পেয়েই ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে৷ বাড়ির মালিকরা কেউ আসেন না৷ এখন বাড়িটি প্রায় ভাড়াটিয়াদের দখলে৷ ন্যূনতম রক্ষণাবেক্ষণও করা হয় না বাড়িটির৷ আসেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররাও৷ তাঁরাই বাড়িটির বিপজ্জনক অংশ খতিয়ে দেখেন৷ এরপর ভেঙে দেওয়া হয় আরও কিছুটা অংশ৷

ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা

সঙ্গিনী ও এলাকা দখলের লড়াইয়ে শেষে প্রাণ গেল দুই বাইসনের

The post বউবাজারে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি, আহত পাঁচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement