shono
Advertisement

কাজ শেষ! কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী।
Published By: Paramita PaulPosted: 06:12 PM Apr 02, 2025Updated: 06:18 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে আগেই জানিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ১৪ এপ্রিল কালীমন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন। এমাসেই দিঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে।

Advertisement

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে করেন মমতা। তিনি বলেন, "১৪ এপ্রিল কালীমন্দিরের স্কাইওয়াক ও উন্নয়ন উদ্বোধন। এমাসেই দিঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে। আমাদের অনেক কাজ আছে।" উল্লেখ্য, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, “বছরের শেষদিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হবে। সময় ও সূচি এখনও স্থির হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে সেসব স্থির করবেন।” এদিন সেই দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ২০১৮ সালের নভেম্বর। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। যদিও শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটে গিয়েছে। স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। এবার পালা উদ্বোধনের। এদিকে, কালীঘাট মন্দিরের মাথায় বসানো হয়েছে তিনটি সোনার চূড়া। নিখাদ ২৪ ক‌্যারেট গোল্ড দিয়ে তৈরি তিন তিনটে সোনার চূড়া। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ৫০ কিলোগ্রাম সোনা ব‌্যবহার করা হয়েছে মন্দিরের চূড়োয়। সোনার ছোঁয়া লাগলেও আগের স্থাপত্যের বদল করা হয়নি। সেই সমস্ত উন্নয়ন কাজ ও স্কাইওয়াকের উদ্বোধন ১৪ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে আগেই জানিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
  • এবার উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জানিয়ে দিলেন, ১৪ এপ্রিল কালীমন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন। এমাসেই দিঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে।
Advertisement