shono
Advertisement

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে আফগান বায়ুসেনার ‘শেরনি’ সাফিয়া

হিজাব পরেই যুদ্ধবিমান নিয়ে উড়ে যান মুক্ত আকাশে৷ সমস্ত সীমা পেরিয়ে৷ সমস্ত বাধা পেরিয়ে৷ The post তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে আফগান বায়ুসেনার ‘শেরনি’ সাফিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Dec 08, 2016Updated: 01:26 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাহিনি নয়ের দশকের৷ আফগানিস্তানে তখন তালিবানি ঔদ্ধত্যের রমরমা৷ নিজের বাড়িতেও মেয়েরা নিরাপদ নয়, তা সে বাচ্চা হোক বা বুড়ো৷ পরিবারটা কোনরকমে পালিয়ে এল পাকিস্তানে৷ ঠাঁই হল উদ্বাস্তু শিবিরে৷ বাকি সবাই মানিয়ে নিতে শিখে গিয়েছিলেন৷ শিখল না শুধু ছোট্ট মেয়েটা৷ কোনও নিয়ম মানত না৷ নিজের জেদই বজায় রাখত৷ সেই জেদই আজও সম্বল করেই আজ আফগান এয়ার ফোর্সের যুদ্ধবিমান ওড়াতে সক্ষম দ্বিতীয় মহিলা পাইলট সাফিয়া ফিরোজি৷

Advertisement

২০০১ সালে যখন আফগানিস্তানে তালিবানি শাসনের অবসান হয়৷ উদ্বাস্তু হিসেবেই পাকিস্তান থেকে ফিরে আসেন সাফিয়া৷ সেখানে থেকেই স্নাতক হন৷ পড়াশোনা শেষ করে আফগান সেনায় যোগ দেন কমিউনিকেশন অফিসার হিসেবে৷ কিন্তু, ভাগ্য তাঁর জন্য রেখেছিল অন্য আকাশ৷ তাই আফগান সেনার পক্ষ থেকে ঘোষণা করা হয় মহিলা পাইলট প্রয়োজন৷ ১১ জন মহিলা পরীক্ষা দিয়েছিলেন সাফিয়ার সঙ্গে৷ তিনিই একমাত্র সফল হন৷ হিজাব পরেই হাল ধরেন আফগান যুদ্ধ বিমানের৷

২৬ বছরের সাফিয়া বিয়ে করেছেন এক সহকর্মীকেই৷ আফগান এয়ার ফোর্সের C-208 টার্বোপ্রপ বিমান ওড়ান তাঁর স্বামী৷ দু’জনের আট মাসের এক সন্তানও রয়েছে৷ সবদিকই সমান তালে সামলান সাফিয়া৷ আর প্রয়োজন পড়লেই যুদ্ধবিমান নিয়ে উড়ে যান মুক্ত আকাশে৷ সমস্ত সীমা পেরিয়ে৷ সমস্ত বাধা পেরিয়ে৷

The post তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে আফগান বায়ুসেনার ‘শেরনি’ সাফিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement