shono
Advertisement

হিন্দু মহিলা হয়ে গোমাংস খান, প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড় এই প্রশ্নেই৷ The post হিন্দু মহিলা হয়ে গোমাংস খান, প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Mar 06, 2017Updated: 04:00 PM Mar 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অাপরুচি খানা, পররুচি পেহননা- এ কথা সকলেরই জানা৷ কিন্তু সাম্প্রতিক সময়ে  বোধহয় এ প্রবাদ পুরোপুরি খাটে না৷ গোমাংস খাওয়া নিয়ে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে এক মহিলা কর্মীকে তাঁর খাওয়ার রুচি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে৷ প্রশ্ন তুলেছেন তাঁর সহকর্মীই৷

Advertisement

অরুণিমা ভট্টাচার্য নামে ওই মহিলা সহকর্মীর সঙ্গে তাঁর চ্যাটের বেশ কিছু অংশ তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ তাতেই ঝড় উঠেছে নেটদুনিয়ায়৷ চ্যাটে ওই মহিলাকে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে৷ যে সহকর্মী তাঁকে এই প্রশ্ন করেছেন, তাঁর পরিচয় অবশ্য তিনি জানাননি৷ কিন্তু তাঁর সাফ প্রশ্ন, একজন হিন্দু মহিলা হয়ে কীভাবে কেউ গোমাংস খেতে পারেন বা গোমাংসকে সমর্থন করতে পারেন? তাঁর আরও প্রশ্ন বাংলায় কি সকলেই গোমাংস খান?

রাজ্যের নয়া উদ্যোগে এবার পর্যটকদের রাত কাটবে টাইগার হিলেই

কিন্তু গোমাংস না খাওয়া নিয়ে কী যুক্তি ওই সহকর্মীর? তিনি জানাচ্ছেন, তিনি আরএসেসের সমর্থক নন৷ কিন্তু গোরুকে তিনি মাতা হিসেবে পুজো করতেই অভ্যস্ত৷ সেখানে তাঁরই এক সহকর্মী কী করে গরুর মাংস খেতে পারেন, ভেবে তিনি বিস্মিত৷ এরপরই অরুণিমা জানান, খাওয়ার সঙ্গে তাঁর ধর্মীয় বিশ্বারের কোনও সম্পর্ক নেই৷ তখন পাল্টা প্রশ্ন ধেয়ে আসে, তাঁর মা-বাবাও কি গোমাংস খান৷ উত্তরে অরুণিমা জানান, না৷ বাড়িতেও গোমাংস খাওয়ার চল নেই৷ কিন্তু বাড়ির বাইরে নিজের ইচ্ছেমতো খাবার খাওয়ার ক্ষেত্রে তাঁর কোনও আপত্তিও নেই৷ তাতেও নাছোড়বান্দা ছিলেন ওই সহকর্মী৷ কোনও যুক্তি না থাকলেও তিনি বারবার বলতে থাকেন, একজন হিন্দু মহিলা হিসেবে গোরুর মাংস খাওয়া কিছুতেই উচিত নয়৷ অরুণিমা যেন তা থেকে বিরত থাকেন৷

এসবিআইকে জরিমানার নিয়ম প্রত্যাহারের আর্জি কেন্দ্রের

এক সর্বভারতীয় অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরুণিমা এই চ্যাটের স্ন্যাপশট তুলে দেন সোশ্যাল মিডিয়ায়৷ তা থেকে ছড়ায় পাল্টা বিতর্ক৷ অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, তথাকথিত উদার-শিক্ষিত মনোভাবের নাগরিকরাও কীভাবে খাবারের সঙ্গে ধর্মবিশ্বাসকে মিলিয়ে চলেছেন? তবে কি ধর্মীয় গোঁড়ামিই চেপে বসছে শিক্ষিত মানসিকতাতেও? যদিও এর কোনও উত্তর নেই৷ তবু সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড় এই প্রশ্নেই৷

The post হিন্দু মহিলা হয়ে গোমাংস খান, প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার