shono
Advertisement

কোন জাদুতে মাধুরী হাসিমুখে থাকেন সবসময়?

ব্যক্তিগত জীবনেও হাসিমুখে থাকেন মাধুরী৷ কী তার রহস্য? প্রশ্নের মুখোমুখি হয়ে মাধুরী জানান, আর কিছু নয় জীবনের ছোট ছোট জিনিস তাঁকে খুশি করে তোলে৷ The post কোন জাদুতে মাধুরী হাসিমুখে থাকেন সবসময়? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 AM May 16, 2016Updated: 07:23 PM May 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পর্দায় এলে দর্শকের দিল ‘ধক ধক’৷ বিশ্বায়ন পরবর্তী বিশ্বে কতকিছুই তো বদলে গিয়েছে, কিন্তু যেন পাল্টায়নি মাধুরীর মুখের হাসি৷ আজও যে কোনও চরিত্রে তাঁর হাসিমুখ দেখলেই যেন ঘিরে ধরে নব্বইয়ের নস্ট্যালজিয়া৷ কোন রহস্যে এমন হাসিমুখে থাকেন মাধুরী?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের সামনে পড়ে হেসেই ফেলেছিলেন মাধুরী দীক্ষিত নেনে৷ হিন্দি সিনেমার নায়িকাদের ভুবনভোলানো হাসিমুখের যদি তালিকা হয়, তবে তিনি তো সামনের সারিতেই থাকবেন৷ মধুবালার স্নিগ্ধ হাসিমুখের সৌন্দর্য, কিংবা নার্গিসের ঠোঁটের কোণা ঢেউ তোলা এলিগ্যান্ট হাসির পাশে পাশেই থাকবে সম্মোহন আর সরলতা মেশানো মাধুরীর হাসিমুখ৷

তাঁর কেরিয়ারের যতজন পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন, প্রায় প্রত্যেকেই ক্লোজ আপে ধরে রেখেছেন মাধুরীর হাসিমুখ৷ টিকিটের দাম তুলতে দর্শকের জন্য যতই অ্যাকশনের আয়োজন থাক, থাক যতই নায়কের কেরামতি কিংবা গানা-নাচা, পরিচালক জানতেন, দর্শকের নিভৃত হৃদয়ে জেগে থাকবে মাধুরীর নির্মল হাসিটি৷ হয়েওছে তাই৷ তাঁর সময়ের অনেক নায়কই একন কাঁচাপাকা চুলে বাবা কিংবা দাদার ভূমিকায় পর্দায় এসেছেন৷ পুরনো দিনের অ্যাকশন বদলে গিয়েছে সিক্স প্যাকের হিরোদের দাপাদাপিতে৷ কিন্তু আজও মাধুরীর হাসিমুখের কোনও বিকল্প নেই৷

শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও হাসিমুখে থাকেন মাধুরী৷ কী তার রহস্য? প্রশ্নের মুখোমুখি হয়ে মাধুরী জানান, আর কিছু নয় জীবনের ছোট ছোট জিনিস তাঁকে খুশি করে তোলে৷ তাঁর জন্য যখন মানুষ অপেক্ষা করেন, তাঁকে দেখে যখন হাসিমুখে অভ্যর্থনা জানান, তখন তিনি খুশি হন৷ হয়ত তাঁর বাচ্চারা সামান্য কিছু কাজ করেছে, কিন্তু তিনি খুব খুশি৷ বাচ্চাদের হাসিমুখ দেখে তিনি নিজেও হাসেন৷ মাধুরী জানান, ছোট ছোট জিনিসই তাঁকে এতটা আনন্দ দেয় যে তাঁকে সচরাচর গোমড়ামুখো হয়ে থাকতে হয় না৷

ভাগ্যিস তিনি ব্যক্তিগত জীবনে এরকম৷ নইলে এমন ভুবনমোহিনী হাসি থেকে বঞ্চিতই হতেন ভারতীয় দর্শকরা৷

 

The post কোন জাদুতে মাধুরী হাসিমুখে থাকেন সবসময়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement