সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনি এমনি তিনি ভক্তদের হৃদয়ের ‘বাদশা’ নন। ভক্তরাই যে তাঁর জীবনের শেষকথা, তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। কখনও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন আবার কখনও বা সমাজের প্রান্তিক মানুষদের অআপন করে নিয়েছেন। ‘স্টারডম’-এর সিংহাসনে বসেও যে অনুরাগীদের এতটা কাছে থাকা যায়, এক্ষেত্রে ভূভারতে ‘একমেবাদ্বিতীয়ম’ শাহরুখ খান। কত জনের অন্নসংস্থান যে তিনি নিজেই করে থাকেন নিত্যদিন, তার আন্দাজ করা দুষ্কর। এবার এরকমই এক বৃদ্ধার করুণ কাহিনিকে ‘মধুরেণ সমাপয়েৎ’-এর মোড়ক দিলেন কিং খান।
দিনভর সংগ্রাম করেও সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছিল। নিত্যদিন লড়াই করেও দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা দায় উঠেছিল ওই বৃদ্ধার পক্ষে। ঠিক সেই সময়েই জনৈক তাঁকে পরামর্শ দেন মন্নতের সিংহদুয়ারের বাইরে গিয়ে জলের বোতল বিক্রি করার জন্য। এতে বৃদ্ধার রোজকার দিন গুজরান হয়ে যাবে। প্রথমটায় বিষয়টাকে রসিকতা বলে উড়িয়ে দিলেও পরে তিনি নিজেই ভাবেন, চেষ্টা করে দেখতো তো কোনও অসুবিদে নেই। যেমন ভাবা তেমন কাজ।
[আরও পড়ুন: AskSRK পর্বে শাহরুখ কি নিজেই ভক্তদের উত্তর দেন? ফাঁস হল সত্যিটা]
বছর দুয়েক আগের কথা। শাহরুখের জন্মদিনে (SRK Birthday) সোজা চলে যান মন্নতের সামনে। সেখানকার দৃশ্য দেখে তো হতবাক ওই বৃদ্ধা। মুহূর্তে মুহূর্তে শয়ে শয়ে লোকের জমায়েত হচ্ছে। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার অপেক্ষায় সকলেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গলা ফাটান। অতঃপর চিৎকার করে গলা তো শুকোবেই। ঠিক তখনই জলের প্রয়োজন। আর সেই জলের জোগান দেন ওই বৃদ্ধা। ব্যস, কিছুক্ষণের মধ্যেই ভরে উঠল ক্যাশবাক্স। এরপর থেকেই নিয়ম করে তিনি মন্নতের বাইরে জলের বোতল বিক্রি করেন। আর তাতেই লক্ষ্মীলাভ।
প্রসঙ্গত, দিন দুয়েক ধরেই সোশাল মিডিয়া ‘শাহরুখময়’। ২ নভেম্বর ৫৮তে পা দিয়েছেন বাদশা আর সেই সুবাদেই নেটপাড়ায় ভাইরাল মুম্বইয়ের ওই বৃদ্ধার কাহিনি। যেভাবে শাহরুখ খান তাঁর জীবন বদলে দিয়েছেন, তার জন্য বাদশাকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। অজান্তেই এমন বহু মানুষের রুটিরুজির জোগানের উৎস কিং খান।