সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানাগড় কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। ইভটিভিংয়ের জেরেই প্রাণ গিয়েছে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছিল। কিন্তু পুলিশের দাবি, ইভটিজিংয়ের ঘটনাই ঘটেনি। গাড়ির রেষারেষির বলি হয়েছেন তরুণী। কিন্তু কী বলছেন তরুণীর গাড়ি চালক রাজদূত শর্মা? রবিবার রাতে ১৯ নং জাতীয় সড়কের পানাগড়ে ঠিক কী ঘটেছিল?

সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদূত শর্মার কথায়, “প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি। তারপর ম্যাডামকে (সুতন্দ্রা চট্টোপাধ্যায়) উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই গাড়িতে থাকা যুবকরা। কমবেশি ৫ জন ছিল ওরা। এরপর আমাদের গাড়ির পাশে এসে ধাক্কা মারে। তাতে আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। তারপর আমরা কাঁকসা থানায় অভিযোগ দায়ের করতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে। তখন আমাদের গাড়িটি উলটে যায়। ওই গাড়িটি থামিয়ে ওই যুবকরা পালিয়ে যায়। পুলিশ এসে ম্যাডামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করে। গাড়িতে থাকা আহত আরও দু’জন যুবককে ভর্তি করা হয় একটি হাসপাতালে।”
কিন্তু আসানসোল-দুর্গাপুরের সিপি সুনীল চৌধুরীর দাবি একেবারে ভিন্ন। এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, কোনও ইভটিজিংয়ের ঘটনাই ঘটেনি। বরং তরুণীর গাড়িই নাকি ওই যুবকদের গাড়ির সঙ্গে রেষারেষি করছিল। তাতেই ঘটে দুর্ঘটনা। প্রাণ হারান নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। দুর্ঘটনায় ভয় পেয়ে নাকি এলাকা ছাড়েন যুবকেরা। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও দেখানো হবে বলে জানালেন সিপি। তাঁর এই বক্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।