shono
Advertisement

২০ বছর পর বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার, ডাউনলোড করা যাবে চ্যাট হিস্ট্রি

ফেসবুক-হোয়্যাটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে না পেরে পদক্ষেপ ? The post ২০ বছর পর বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার, ডাউনলোড করা যাবে চ্যাট হিস্ট্রি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Jul 18, 2018Updated: 06:31 PM Jul 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যমে বদল এনেছিল ইয়াহু ম্যাসেঞ্জার। দু’দশকের যাত্রা শেষে এবার বন্ধ হয়ে গেল সেটি। ক্যালিফোর্নিয়ার সংস্থা ইয়াহু গত মাসেই মেসেঞ্জার বন্ধের কথা ঘোষণা করেছিল। ঘোষণা মতো অবশেষে বুধবার থেকে বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার।

Advertisement

[বিপজ্জনক! ভারতে পাকাপাকিভাবে হোয়াটসঅ্যাপ বন্ধের ভাবনা কেন্দ্রের]

জেরি ইয়াং ও ডেভিড ফিলোর যৌথ প্রয়াসে ১৯৯৮ সালে ইয়াহু পেজার আত্মপ্রকাশ করে। ১৯৯৯ সালে নাম পরিবর্তন করে হয় ইয়াহু মেসেঞ্জার। ইমেল এবং এসএমএসের দৌড়ে এগিয়ে যেতে থাকে ইয়াহু মেসেঞ্জার। প্রথমে এটি ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হতে থাকে। তার প্রধান কারণ ছিল এটির মাধ্যমে বিনামূল্যে কথা বলা যেত। ২০০৯ সালে এর ব্যবহারকারী হয় ১২২.৬ মিলিয়ন। ইয়াহু ম্যাসেঞ্জার বন্ধ করলেও সংস্থা তাদের স্কুইরেল অ্যাপের মাধ্যমে ম্যাসেঞ্জারের জগতে থাকবে।

[জানেন, কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা ছবি ফিরে পাবেন?]

অ্যাপ ডাউনলোড করা থাকলেও আর চ্যাট করতে পারবেন না গ্রাহকরা। কম্পিউটারে অ্যাপ ডাউনলোড করা থাকলে মেসেজ সেভ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। তবে মোবাইলে এই সুবিধা পাওয়া যাবে না। চ্যাট হিস্ট্রি ডাউনলোডের জন্য স্কুইরেল অ্যাপের মাধ্যমে প্রথমে ব্যবহারকারীকে অনুরোধ জানাতে হবে। ওই অনুরোধ বৈধ কি না, তা খতিয়ে দেখা হবে। এরপরই চ্যাট হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীরা। নির্দিষ্ট ইমেল আইডিতেই চলে আসবে ওই চ্যাট হিস্ট্রি। এরপর সেখান থেকে ডাউনলোড করে চ্যাট হিস্ট্রি থেকে মেসেজ পড়া যাবে। ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীরা আগামী নভেম্বরের শেষ পর্যন্ত চ্যাট হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন না ব্যবহারকারীরা। ইয়াহু-র দাবি, আর ইয়াহু মেসেঞ্জার অ্যাকাউন্টে লগ ইন বা লগ আউট করতে পারবেন না ব্যবহারকারীরা। তাই নিজের মোবাইল থেকে মেসেঞ্জার অ্যাপটি ডিলিট করে দিতে হবে।

[ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপ! তথ্য চুরির আতঙ্কে কাঁটা গ্রাহকরা]

কী কারণে দু’দশক ধরে চলা মেসেঞ্জার অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নিল সংস্থা তা এখনও জানা যায়নি। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্কাইপের মতো সোশ্যাল মিডিয়া জায়েন্টের সঙ্গে পাল্লা দিতে না পেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

The post ২০ বছর পর বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার, ডাউনলোড করা যাবে চ্যাট হিস্ট্রি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement