shono
Advertisement

টিকিয়াপাড়ায় লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল, বিঘ্নিত ট্রেন চলাচল, প্রবল ভোগান্তিতে যাত্রীরা

আতঙ্কিত যাত্রীরা।
Posted: 10:21 AM Dec 06, 2023Updated: 11:10 AM Dec 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে ট্রেন দুর্ঘটনা। টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল। কোনওক্রমে ট্রেন থেকে নেমে হেঁটে স্টেশনে যাচ্ছেন যাত্রীরা। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার ডিআরএম-সহ অন্যান্য রেলের আধিকারিকরা। শুরু হয়েছে উ্দ্ধার কাজ। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রবল ভোগান্তিতে যাত্রীরা।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে নটা নাগাদ ঘটে দুর্ঘটনা। বাগনান থেকে হাওড়া আসছিল ১২ বগির একটি লোকাল। টিকিয়াপাড়া কারশেডের কাছে আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়। বাঙালিবাবু ব্রিজের নিচে হঠাৎই ট্রেনের পাঁচ নম্বর বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। স্বাভাবিকভাবে প্রবল ঝাঁকুনি ও শব্দ হয়। মুহূ্র্তে থেমে যায় ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

[আরও পড়ুন: গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতিই সার! পাহাড়ে বিজেপির বিরুদ্ধে সরব দলেরই বিধায়ক]  

বিষয়টা বুঝতে পেরেই ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা। হেঁটেই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। এদিকে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। শুরু হয় ট্রেন সরানো ও লাইনের কাজ। দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যহত হয়েছে ট্রেন চলাচল। অফিস টাইমে চূড়ান্ত সমস্যায় যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, কাজ চলছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

[আরও পড়ুন: প্রেমের টান! পরীক্ষা দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে উধাও তিন ছাত্রী, তার পর…]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার