shono
Advertisement

উত্তরপাড়া স্টেশনে চলছে ইন্টার লকিংয়ের কাজ, চরম ভোগান্তি হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে

কতক্ষণ চলবে এই সমস্যা?
Posted: 01:06 PM Sep 03, 2023Updated: 02:31 PM Sep 03, 2023

সুমন করাতি, হুগলি: উত্তরপাড়া স্টেশনে চলছে নন ইন্টারলকিংয়ের কাজ। পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। রবিবার সকাল দশটা থেকে হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল। বিকাল চারটে পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Advertisement

এদিন পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল। কোন্নগর ১ নম্বর প্ল্যাটফর্মে আধঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকালটি। একাধিক স্টেশনে ট্রেনটি প্রায় ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকছে ট্রেনটি। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে। সাড়ে এগারোটায় কোন্নগর স্টেশন থেকে ছেড়ে যায় কাটোয়া লোকালটি।

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা, বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের]

যার জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওই লাইনের যাত্রীরা। সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারেননি বহু যাত্রী। যার জেরে ভারতীর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তারা। নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনের এই গোলযোগের জন্য নিত্যদিন ভুগছেন তাঁরা। তবে আপাতত হাওড়া ব্যান্ডেল আপ লাইনে ট্রেন স্বাভাবিক চলছে। ডাউন লাইনে কতক্ষণ চলবে এই পরিস্থিতি? বিকেল চারটে পর্যন্ত এই সমস্যা থাকবে। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

 

[আরও পড়ুন: ফের চিনা মাঞ্জায় বিপদ, মা উড়ালপুলের পর এবার শ্রীরামপুরে রক্তারক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার