shono
Advertisement

Breaking News

অফিস টাইমে হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল চলাচল, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

গন্তব্যে পৌঁছতে বিপাকে সাধারণ যাত্রীরা।
Posted: 11:11 AM Apr 03, 2023Updated: 11:13 AM Apr 03, 2023

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রেললাইনের উপর খারাপ ইটবোঝাই গাড়ি। আর তার জেরে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ব্যাহত ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় পরিষেবা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

Advertisement

সোমবার সকালে একটি ইট বোঝাই ম্যাটাডোর ঘোড়াঘাটা ষ্টেশনের কাছে লেভেল ক্রসিং পার করছিল। ঠিক সেই ম্যাটাডোরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে রেললাইনের মাঝেই দাঁড়িয়ে পড়ে ইটবোঝাই গাড়ি। তার ফলে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]

রেল কর্তৃপক্ষ খবর পায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। ইট নামিয়ে গাড়িটিকে ঠেলে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে কিছুটা সময় পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় প্রায় প্রত্যেকটি ট্রেনই দেরিতে চলছে।

[আরও পড়ুন: গরম থেকে বাঁচতে আজব উপায় সাধুর! ভিডিও দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার