shono
Advertisement

Breaking News

তীব্র রোদে জিনস নিতম্বে নামিয়ে শরীরচর্চা হৃতিকের, ছবি দেখে পুড়ল নেটদুনিয়া

বলিউডের 'গ্রিক গড' কি আর তাঁকে সাধে বলা হয়!
Posted: 12:35 PM Jun 14, 2023Updated: 12:35 PM Jun 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ কি আর তাঁকে সাধে বলা হয়! একবার শার্টলেস হলেই মূর্চ্ছা যান সুন্দরীরা। সেই হৃতিক রোশন যদি তীব্র রোদে পরনের জিনসখানি নিতম্বে নামিয়ে শরীরচর্চা করেন তাহলে? তাহলে আর কী! পুড়ে ছাই নেটদুনিয়া।

Advertisement

এমনিতেই তীব্র দাবদাহ, তার উপরে হৃতিকের (Hrithik Roshan) এই হট লুক। চড়া রোদে ছাদে শরীরচর্চা করতে গিয়েছিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। সাইকেলিং করছিলেন। বিন্দু বিন্দু ঘাম জমে চকচকে হয়ে উঠেছিল তাঁর গোটা শরীর। “যখন চটজলদি মেদ ঝরাতে হয়, তখন ভিটামিন ‘D’hoop’-এর থেকে আর ভাল কিছুই হতে পারে না”, একথাই লিখেছিলেন হৃতিক। কিন্তু নেটিজেনদের বেশিরভাগের নজর ছিল তাঁর খোলা জিনসের উপর।

[আরও পড়ুন: বিয়ে করছেন কঙ্গনা রানাউত! সরাসরি সাংবাদিকদেরই দিলেন নিমন্ত্রণের কার্ড]

এই গরমে চাপা জিনস পরে শরীরচর্চা করা প্রায় অসম্ভব। সেই কারণেই হয়তো তা সামান্য খুলে নিতম্বের কাছে নামিয়ে রেখেছিলেন হৃতিক। অভিনেতার অন্তর্বাসও দেখা যাচ্ছিল। তাতেই তোলপাড় নেটদুনিয়া। অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে।

২০২২ সালে মুক্তি পেয়েছিল হৃতিক-সইফের ‘বিক্রম ভেদা’। উইকিপিডিয়ার তথ্য মানলে, ১০০ কোটি টাকার সিনেমা মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে হৃতিকের অভিনয় প্রশংসা পেয়েছে। এ বছর হৃতিকের কোনও সিনেমা মুক্তি পাবে না বলেই খবর। ২০২৪ সালে ‘ফাইটার’ হয়ে কামব্যাক করছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন।

[আরও পড়ুন: ‘যৌন নিগ্রহ হাসির ঘটনা নয়…’, ‘শিবপুর’ ছবির প্রচার নিয়ে প্রশ্ন উঠতেই সাফ কথা স্বস্তিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement