-
- ফটো গ্যালারি
- Huge crowd in abhishek banerjees road shwo during tmc naba joyar campaign
তেভাগা আন্দোলনে শহিদদের উত্তরসূরিদের সঙ্গে দেখা অভিষেকের, তৃণমূলের নবজোয়ারে মানুষের ঢল
আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে অভিষেকের কাছে নালিশ শহিদদের উত্তরসূরিদের।
Tap to expand
পরাধীন ভারতে তেভাগা আন্দোলন ভূমিহীন কৃষকের সমবেত শক্তির পরিচয় দিয়েছিল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সেই তেভাগা আন্দোলনের শহিদ পরিবারের উত্তরসূরিদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
ব্রিটিশ ভারতে দীর্ঘ অনাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন চাষিরা। অভিষেককে কাছে পেয়েও একইভাবে নিজেদের দাবিদাওয়া তুলে ধরলেন তেভাগা গ্রামের শহিদদের পরিবারের সদস্যরা।
Tap to expand
কেন্দ্রের টাকা না আসায় দীর্ঘদিন ধরে আটকে আবাস যোজনা। যার ফলে সমস্যায় এই কৃষক পরিবারগুলিও। অভিষেককে কাছে পেয়ে নিজেদের সেই দুর্দশার কথা তুলে ধরেন তেভাগা আন্দোলনের ১৪টি শহিদ পরিবারের উত্তরসূরিরা।
Tap to expand
এই ১৪টি শহিদ পরিবারের কথা মন দিয়ে শোনেন অভিষেক। পরে রাজ্যের তরফে অন্তত ৫০ হাজার টাকা করে তাঁদের দেওয়া যায় কিনা, সেটা ভেবে দেখার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Tap to expand
এদিন দক্ষিণ দিনাজপুরে একাধিক জনসভা করেন অভিষেক। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবন্ধ হওয়ার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Tap to expand
অভিষেক বলেন, "লক্ষ্মীর ভান্ডারে একদিকে আমাদের সরকার যখন এক হাজার টাকা করে দিচ্ছেন মহিলাদের, ঠিক তখন আধারের সঙ্গে প্যান কার্ড সংযোগের নামে ১০০০ টাকা করে নিয়ে যাচ্ছে মোদির সরকার।"
Tap to expand
কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, "কালো টাকা ধ্বংস হয়েছে বলে নরেন্দ্র মোদিজি যতই দাবি করুক, এখন তা ধ্বংস হয়নি। গত একবছরে ৩২ হাজার কোটি কালো টাকা জমা হয়েছে সুইস ব্যাংকে। সেই টাকা এদেশ থেকে লুঠ করে নিয়ে গিয়েছে মোদিজির বন্ধুরা।"
Tap to expand
যেভাবেই হোক আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা দিল্লি থেকে ফিরিয়ে আনবেন বলে আম জনতাকে আশ্বস্ত করেন অভিষেক।
Published By: Subhajit MandalPosted: 08:44 PM May 02, 2023Updated: 08:44 PM May 02, 2023
আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে অভিষেকের কাছে নালিশ শহিদদের উত্তরসূরিদের।