shono
Advertisement

IPL Auction 2022: আইপিএল নিলাম চলাকালীন অঘটন, আচমকা লুটিয়ে পড়লেন সঞ্চালক

সময়ের আগেই ঘোষিত হল মধ্যাহ্নভোজের বিরতি।
Posted: 02:27 PM Feb 12, 2022Updated: 03:38 PM Feb 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মেগা নিলামের মঞ্চে বড়সড় অঘটন। নিলামে ক্রিকেটারদের দর হাঁকতে হাঁকতেই হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডাস। যার জেরে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করে দেওয়া হল।

Advertisement

আজ এবং আগামী কাল বেঙ্গালুরুতে বসেছে আইপিএলের ১৫তম মরশুমের নিমাল। যেখানে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে হিউ অ্যাডমিডাসকে। বেলা ২টো ১৫ নাগাদ তখন শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম উঠেছে নিলামে (IPL Auction 2022)। তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলছে পাঞ্জাব ও হায়দরাবাদের মধ্যে। এমন সময় আচমকাই নিলামে উপস্থিত বিশিষ্টরা দেখেন, মাটিতে লুটিয়ে পড়লেন হিউ। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। অনেকে ছুটে গিয়ে তাঁকে তড়িঘড়ি তোলার চেষ্টা করেন।  

[আরও পড়ুন: কেকেআরের পরবর্তী অধিনায়ক শ্রেয়স? IPL নিলামে বিরাট অঙ্কে যোগ দিলেন নাইট শিবিরে]

এই ঘটনার পরই সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়, রক্তচাপ কমে যাওয়ার জেরেই সংজ্ঞা হারান তিনি। তাই আপাতত মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হচ্ছে। কারণ হিউর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। পরে আবার তাদের তরফেই জানা যায়, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে নিলামের সঞ্চালনা করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চারু শর্মা। বিরতির পর বেলা সাড়ে ৩টে নাগাদ ফের শুরু হতে চলেছে নিলাম।

আইপিএলের (IPL 2022) নিলাম নিয়ে প্রতিবারই উত্তেজনার পারদ চড়ে। কে কোন দলের জার্সি গায়ে চাপাবেন, তা জানতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। এবার তো আবার প্রথমবার নিলামে হাজির ১০টি দল। কুইন্টন ডি’কক, মহম্মদ শামিরা যেমন আসন্ন আইপিএলে খেলবেন নতুন দলের হয়ে। আবার আরসিবি, কেকেআর, পাঞ্জাবের মতো দলগুলি অধিনায়ক বেছে নেবেন এই নিলাম থেকেই। আর এই উত্তেজনার মধ্যে হঠাৎই হিউর লুটিয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আইপিএল নিলামের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। তবে স্বস্তি এটাই যে আপাতত ভাল আছেন হিউ।    

[আরও পড়ুন: IPL Auction 2022 LIVE: প্রথম পর্বে অবিক্রিত শাকিব-রায়না, অপ্রত্যাশিত দর পেলেন অনেকেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement