shono
Advertisement

টিকা নেওয়ার পরই অসুস্থ, প্রয়াত ‘হাম আপ কে হ্যায় কৌন’ ছবির সুরকার রাম লক্ষ্মণ

প্রবীণ শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের।
Posted: 02:56 PM May 22, 2021Updated: 06:11 PM May 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে। চলে গেলেন বিখ্যাত সুরকার রাম লক্ষণ (Raam Laxman)। শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ সুরকার। তাঁর বয়স হয়েছিল ৭৮। ‘ম্যায়নে প্যার কিয়া’ (Maine Pyar Kya), ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Aapke Hain Koun), ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো অসংখ্য ছবিতে তাঁর কাজ আজও তুমুল জনপ্রিয়।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাম লক্ষণের প্রয়াণ নিয়ে বলতে গিয়ে তাঁর পুত্র অমর জানিয়েছেন, কয়েক দিন আগেই করোনা টিকার (COVID vaccine) দ্বিতীয় ডোজ নিয়েছিলেন প্রবীণ সুরকার। তারপর থেকেই শরীরটা ভাল যাচ্ছিল না। দুর্বল হয়ে পড়েছিলেন। সর্বক্ষণ একটা ক্লান্তি ঘিরে থাকত। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে হৃদরোগের আঘাত থামিয়ে দিল সব লড়াই।

[আরও পড়ুন: জুটি বেঁধে মানবসেবায় দেব-সৌরভ, নিলেন কোভিড রোগীদের পরিবারের খাবারের দায়িত্ব]

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বর্ষীয়সী শিল্পী নিজের টুইটারে লেখেন, ‘‘আমি এই মাত্র জানতে পেরেছি গুণী ও জনপ্রিয় সুরকার রাম লক্ষণ জি (বিজয় পাটিল) প্রয়াত হয়েছেন। খবরটা শুনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। উনি খুব ভালো মানুষ ছিলেন। আমি ওঁর সুরে বেশ কিছু গান গেয়েছি যা খুবই জনপ্রিয় হয়েছিল। ওঁর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি।’’ প্রসঙ্গত, রাম লক্ষণের সুরে লতার কণ্ঠে ‘কবুতর যা যা’, ‘দিদি তেরা দেবর’-এর মতো গান আজও অত্যন্ত জনপ্রিয়।

বর্ষীয়ান সুরকারের আসল নাম বিজয় পাটিল। রাম লক্ষণ নামের সুরকার জুটিতে তিনিই ছি‌লেন লক্ষণ। পরে ১৯৭৬ সালে রামের মৃত্যু হয়। ততদিনে ‘এজেন্ট বিনোদ’ ছবির সুর দেওয়ার চুক্তি করে ফেলেছিলেন তাঁরা। প্রয়াত সঙ্গীর নামটি রেখে দিয়ে এরপর থেকে রাম লক্ষণ নামেই সুর দিতে থাকেন তিনি। এই নামেই তাঁকে সকলে চেনে বলিউডে। গত শতাব্দীর আশির দশকের শেষ থেকে নব্বই দশকে মূলত রাজশ্রী প্রোডাকশনসের বিভিন্ন ছবিতে সুর দিয়ে খ্যাতির তুঙ্গে পৌঁছে যান রাম লক্ষণ। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে রাজশ্রী প্রোডাকশনও।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, আইনি বিপাকে কঙ্গনা রানাউতের ব্যক্তিগত দেহরক্ষী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement