সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিভোর্স নিয়ে ইহুদিদের কড়া আইন। যার ফলে মহিলাদের ফলে স্বামীর থেকে বিচ্ছেদ পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এমনই অভিযোগে নিউ ইয়র্কে অভিনব বিক্ষেভ দেখালেন আটশোর বেশি ইহুদি মহিলা (Jewish women)। তাঁরা শুরু করেছেন যৌন ধর্মঘট।
প্রতিবাদী মহিলাদের বক্তব্য, বর্তমান ব্যবস্থায় বিবাহ বিচ্ছেদ চাইতে গেলে স্বামীর থেকে লিখিত অনুমতি আবশ্যক। ফলে বাধ্যত বহু মহিলাকেই অসুখী জীবনযাপন করতে হয়। টেনে নিয়ে যেতে হয় ‘খারাপ’ বিয়েকে। তাঁদের আশা, এই ধর্মঘটের ফলে স্বামীদের থেকে তথা বৃহত্তর সামাজিক গোষ্ঠীর কাছে বিচ্ছেদের দাবি জানানো সম্ভব হবে।
[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে জমির মালিক]
যদিও এই প্রতিবাদে বিতর্ক দানা বেঁধেছে। রক্ষণশীলরা বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। সোশাল মিডিয়াতে ট্রোল হতে হচ্ছে বিক্ষোভকারী মহিলাদের। ওই অঞ্চলের ইহুদি মহিলাদের গার্হস্থ্য হিংসার শিকার হলেও পুলিশে অভিযোগ দায়ের করতে হলেও অনুমতি নিতে হয়।
প্রসঙ্গত, এই ধরনের বিক্ষুব্ধ মহিলারা ‘আগুনাহ’ তথা ‘শৃঙ্খলিত মহিলা’ নামে পরিচিত। ২৯ বছর বয়সি মালকি বারকোভিটস হয়ে উঠেছে এই আন্দোলনের মুখ। ২০২০ সাল থেকে তিনি স্বামীবিচ্ছিন্না। কিন্তু এখনও পর্যন্ত ডিভোর্স পাননি। ধর্মঘটকারী আদিনা স্যাশ জানাচ্ছেন, ”মালকি হচ্ছেন প্রত্যেক নারীর মুখ, যাঁরা এখানে লড়াই করছেন।” সব মিলিয়ে এই আন্দোলন থেকে তাঁদের আশা, এবার নিশ্চয়ই তাঁদের দাবি পূরণ হবে। হবে শাপমুক্তি।