সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে ‘পেটে খেলে পিঠে সয়’। অর্থাৎ খিদে পেলে কোনও মানুষই সেটা সহ্য করতে পারেন না। তখন কাজ হোক বা পড়াশুনা, কোনও কিছুই আর ঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না। এমনকী ফাস্ট ফুড বা পছন্দের খাবার কিনা সেটাও তখন কেউ দেখেন না। কিছু একটা পেলেই হল। গত শনিবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। খিদের চোটে ম্যাকডোনাল্ডসের সামনে হেলিকপ্টার নিয়েই নেমে পড়লেন চালক। আর তারপর ভিতরে গিয়ে খাবার কিনে ফের উড়ান ভরলেন। একটি জনপ্রিয় রেডিও চ্যানেলে ড্যান নামে এক যুবক জানিয়েছেন, তিনিই ওই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। সঙ্গে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমরা প্রত্যেকে এরকম কাজ করে থাকি।’ যদিও আধিকারিকরা এখনও ড্যান নামের ওই যুবকের পরিচয় নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
[জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গিদের সাইবার সেলের পর্দা ফাঁস]
খাবারের দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকবে। এটা তো ছোটখাটো ব্যাপার। কিন্তু আস্ত হেলিকপ্টার! তাও কিনা ম্যাকডোনাল্ডসের সামনে দাঁড়িয়ে। হঠাৎ করে বেরিয়ে আসলেন টুপি পড়া এক ভদ্রলোক। হাতে খাবারের প্যাকেট। আর তারপরই হেলিকপ্টারে চড়ে বেরিয়ে গেলেন। এটা দেখার পরেই হতবাক হয়ে যান প্রতক্ষ্যদর্শীরা। কেউ কেউ আবার ভাবেন জরুরি অবস্থা জারি হয়েছে। যদিও পরে সেই ভুল ভাঙে। কয়েকজন আবার মোবাইলে গোটা ঘটনাটির ভিডিও করে রাখেন।
[উত্তরপ্রদেশ ও বিহারে দু’টি পৃথক বাস দুর্ঘটনা, মৃত ৮]
সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘নাইন নিউজ’ চ্যানেল খবরটি সম্প্রচারিত করেছে। যেখানে তারা পুরো ভিডিওটি দেখেছে। জানা গিয়েছে, কোনও এক প্রত্যক্ষদর্শীই নিজের মোবাইলে ভিডিও তুলে সংবাদমাধ্যমের দপ্তরে সেটি পাঠিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ম্যাকডোনাল্ডস থেকে খাবারের প্যাকেট নিয়ে বেরিয়ে আসছেন এক যুবক। এরপর সবাইকে ছবি তোলার সুযোগও দেন তিনি।
দেখুন সেই ভিডিও:
অস্ট্রেলিয়ার অসামরিক বিমান পরিবহণের নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এই প্রসঙ্গে জানান, যে জমিতে হেলিকপ্টারটি নেমেছে সেই জমির মালিক যদি অনুমতি দেন তাহলে কোনও সমস্যা নেই। এদিকে, ওই ফুটেজটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনওভাবে চালকের প্রাণ সংশয় হতে পারত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
[হিন্দু প্রেমিকাকে চারবার বিয়ে করলেন এই মুসলিম যুবক!]
The post জোর খিদে, ম্যাকডোনাল্ডস দেখেই হেলিকপ্টার নামালেন চালক appeared first on Sangbad Pratidin.