সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”তোমার নিঃস্বার্থ বলিদান আমাকে নির্বাক করে দিয়েছে। সেই সঙ্গে গর্বে বুকটা ভরে যাচ্ছে।” মঙ্গলবার পাকিস্তানের (Pakistan) করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে হওয়া বিস্ফোরণের (Karachi blast) পিছনে থাকা আত্মঘাতী জঙ্গি মহিলার স্বামী এভাবেই টুইট করে মৃত স্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে! জানা গিয়েছে, শারি বালোচ নামে পরিচিত ওই মহিলা উচ্চশিক্ষিতা। ৩০ বছরের শারি জীববিদ্যার পাশাপাশি দর্শনেও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল। দুই সন্তানের জননী ওই মহিলা পেশাগত ভাবে একজন শিক্ষিকা। তার এহেন পরিচয় জানতে প্রকাশ্যে আসার পরে স্বাভাবিক ভাবেই সকলে চমকে গিয়েছে।
তবে সবচেয়ে অবাক করছে হাবিতান বাশির বালোচ নামে তার স্বামীর টুইট। স্ত্রীর জন্য গর্ব অনুভব করার পাশাপাশি পেশায় ডাক্তার ওই ব্যক্তি তার পোস্টে লিখেছে, তাদের দুই সন্তান মাহরোচ ও মীর হাসান বড় হয়ে যখন জানতে পারবে তার মা ছিল একজন ‘মহান’ মহিলা, তখন তারা গর্ব অনুভব করবে।
[আরও পড়ুন: রথযাত্রায় ভয়ংকর দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই শিশু-সহ ১১]
কীভাবে একজন শিক্ষিকা শেষ পর্যন্ত জঙ্গি দলে নাম লেখাল তা বিস্ময়ের উদ্রেক করছে। এই প্রথম বালোচিস্তানের কোনও মহিলা এমন ভাবে আত্মঘাতী জঙ্গি হয়ে হামলা চালাল। জানা গিয়েছে, বছর দুয়েক আগে শারি নিজেই ওই জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। এবং প্রথম থেকেই তার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী মিশনে যাওয়ার।
গতকাল, মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে বিস্ফোরণ হওয়ায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অনেক। জানা যাচ্ছে, নিহতদের মধ্যে তিনজন চিনা নাগরিক। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, একটি সাদা ভ্যানের ভিতরেই বিস্ফোরক ছিল। তবে একটি ভিডিওয় দেখা গিয়েছে আত্মঘাতী জঙ্গি এক তরুণী দাঁড়িয়ে ছিল গাড়িটির পাশে। রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়েছে। পরে জানা যায় তার নাম শারি। এরপরই সামনে আসে তার পরিচয়।