সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর এবার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হায়দরাবাদেও (Hyderabad)। গত এক সপ্তাহ ধরে বাড়িতে মহিলার দেহ আগলে রাখলেন পরিবারের সদস্যরা। বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। এর আগেও প্রিয়জনের মৃতদেহ আগলে বসে থাকার ঘটনা ঘটেছে দেশে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জিডিমেতলা থানার অন্তর্গত এলাকায়। বুধবার ওই বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এতেই সন্দেহ হয় আশপাশের মানুষদের। এর পর তাঁরা বাড়িটিতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া না মেলায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার করে।
[আরও পড়ুন: সংসদে হানার নেপথ্যে গভীর ষড়যন্ত্র! আটক কর্নাটকের পুলিশকর্তার ছেলে, নজরে উত্তরপ্রদেশের যুবকও]
এই বিষয় জিডিমেতলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ওই মহিলার বয়স ৪৫। দরজা খুলে ভিতরে ঢুকতেই বসার ঘরের একটি খাটে ওই মহিলার পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই বাড়িতেই তাঁর মা ও ভাই ছিলেন। কিন্তু তাঁরা জানিয়েছেন, এই মৃত্যু নিয়ে তাঁরা কিছু জানতেন না।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতার মা ও ভাই মানসিকভাবে সুস্থ নন। পুরনো কোনও শারীরিক সমস্যার কারণে হয়ত ওই মহিলার মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের (post-mortem) জন্য পাঠানো হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনার পরবর্তী তদন্ত শুরু করা হয়েছে।