shono
Advertisement

বিজ্ঞানীদের সাফল্য: দূর ছায়াপথে মিলল হাইড্রোজেন গ্যাসের সন্ধান

বহু বছর আগে দূর ছায়াপথে ছিল হাইড্রোজেন গ্যাস৷
Posted: 08:28 PM Jun 03, 2016Updated: 05:03 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী হয়ত তখন ছিল না৷ সেই সময় দূর ছায়াপথে কোথাও ছিল হাইড্রোজেন গ্যাসের অস্তিত্ব৷ আজ এতদিন পরে পৃথিবীতে বসেই তার সন্ধান পেলেন বিজ্ঞানীরা৷

Advertisement

কোথায় আছে এই গ্রহ? পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে এর উপস্থিতি৷ সম্প্রতি পৃথিবীতে বিজ্ঞানীদের শক্তিশালী টেলিস্কোপের অ্যারেতে ধরা পড়েছে এই গ্যাসের অস্তিত্ব৷ বহু দূরের কোনও ছায়াপখ থেকে এই গ্যাসের নির্গমন বলেও জানতে পেরেছেন বিজ্ঞানীরা৷ তাঁদের অনুমান, বহু বছর আগে দূর ছায়াপথে  ছিল হাইড্রোজেন গ্যাস৷ যে নক্ষত্র থেকে এই গ্যাস নির্গত হয়েছে তা কি এখনও আছে? বিজ্ঞানীরা সে ব্যাপারে নিশ্চিত নন৷ কেননা এই গ্যাস যাত্রা শুরু করেছিল ওই ৫০০ কোটি আলোকবর্ষ আগেই৷ এতদিন পরেও সে ছায়াপথ কী অবস্থায় আছে  তা নিয়ে সংশয় আছে৷ তবে এতটা পথ কোনও বাধা না পেরিয়ে তা যে পৃথিবীর টেলিস্কোপে ধরা পড়ল, তা বিস্মিত করেছে বিজ্ঞানীদের৷

কেন এই ঘটনা বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ? আসলে এই হাইড্রোজেন গ্যাস থেকেই ছায়পথের অবস্থা সম্পর্কে ধারণা করতে পারেন বিজ্ঞানীরা৷কেননা নক্ষত্র তৈরির মূল উপাদান হল এই গ্যাস৷ সেক্ষেত্রে কোনও এক ছায়াপথ থেকে আসা এই গ্যাস বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে৷ কীরকম অবস্থায় থাকতে পারে একটি ছায়াপথ, তা নিয়ে গবেষণায় অনেকটাই অগ্রগতি হবে এই আবিষ্কারে৷ খুব সহজে অবশ্য এই কাজ সম্ভব করতে পারেননি বিজ্ঞানীরা৷ প্রায় ১৭৮ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করে তবেই এই গ্যাসের অস্তিত্ব শনাক্ত করতে পারেন তাঁরা৷ নতুন এই আবিষ্কার বিজ্ঞানীদের কাছে বেশ সাফল্যের৷  এত বছর আগে আসা হাইড্রোজেন গ্যাস থেকে ছায়াপথের যে ধারণা পাওয়া যাবে, আর বর্তমানে যে তথ্য আছে তা মিলিয়ে দেখলেই বিজ্ঞানের ক্ষেত্রে যুগাম্তকারী আবিষ্কার হতে পারে৷ এর ফলে নক্ষত্র-গ্রহদের গঠন সম্পর্কে গবেষণায় অনেকটাই এগিয়ে যাবে বিজ্ঞান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার