‘আমি বেঁচে আছি’, মৃত্যুর খবর ছড়াতেই মুখ খুললেন জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক

09:11 AM Aug 23, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষ। প্রয়াত জিম্বাবোয়ের কিংবদন্তি তারকা হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়েই শোকস্তব্ধ হয়ে পড়ে ক্রিকেট বিশ্ব। কিন্তু সমস্ত গুজব বন্ধ করে স্ট্রিক নিজেই জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন।

Advertisement

তাঁর পরিবারের তরফে আগে থেকেই জানানো হয়েছিল, ক্যানসারের বিরুদ্ধে স্ট্রিকের লড়াই যেন ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। গত মে মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু এদিন খবর ছড়ায় যে মারণ রোগের কাছে হার মেনেছেন তিনি। যে খবরে দুঃখপ্রকাশ করেন প্রাক্তন তারকা হেনরি ওলোঙ্গা। এরপরই ওলোঙ্গাকে মেসেজ করে স্ট্রিক জানান যে তিনি ভাল আছেন।

[আরও পড়ুন: দাবা বিশ্বকাপের প্রথম গেমে বাজিমাত, কার্লসেনের বিরুদ্ধে ড্র ভারতীয় বিস্ময় বালকের]

এরপরই টুইট করে ওলোঙ্গা জানিয়ে দেন, থার্ড আম্পায়ার ফিরিয়ে এনেছেন স্ট্রিককে। উল্লেখ্য, এই ওলোঙ্গাই সর্বপ্রথম মৃত্যু সংবাদটি টুইট করেছিলেন। তিনিই আবার শুধরে দিলেন। স্ট্রিকের সুস্থতার খবর পেয়ে স্বস্তি পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।  

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটে স্ট্রিকের। দেশের হয়ে ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন জিম্বাবোয়ের স্বর্ণযুগের অন্যতম সেরা অলরাউন্ডার। খেলেছেন ৬৫টি টেস্টেও। যেখানে তাঁর সংগ্রহ ৪৯৩৩ রান। সব ফরম্যাট মিলিয়ে ৪৫৫টি উইকেট তাঁর ঝুলিতে। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার যাঁর টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেট রয়েছে। ২০০০ সালে দেশের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর বাংলাদেশ দলের কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: ‘ছেলেটা বিদেশ থেকে ফিরেছে, ওমনি বাবুরা বেরিয়ে পড়েছে’, ইডি হানা নিয়ে সরব মুখ্যমন্ত্রী]

Advertisement