সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণে টেস্টে স্পিন সহায়ক পিচ বানিয়ে ফেঁসে গিয়েছিল ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়াকে ভুগিয়েছে কিউয়ি পেস আক্রমণ। মুম্বইয়ে তাহলে কেমন পিচে খেলবেন রোহিত-কোহলিরা? এবারও কি স্পিন সহায়ক পিচ করা হবে? নাকি টিম ইন্ডিয়া ফিরে যাবে 'স্পোর্টিং উইকেটে'? ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার অবশ্য দাবি করছেন, পিচ সম্পর্কে নাকি বিন্দু বিসর্গও জানেন না। তাঁর দাবি, 'যেমন পিচ আমাদের দেওয়া হয়, তাতেই আমরা খেলি।'
ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার বলছেন, "আমরা পছন্দ মতো পিচ বানাই না। সেটা বানাতে পারলে ভালোই হত। পিচ কিউরেটররা বানান। যেমন পিচ আমাদের দেওয়া হয়, তেমন পিচেই আমরা খেলি। সেটা পেসার সহায়ক পিচ হোক, বা স্পিন সহায়ক। দল হিসাবে সব পরিস্থিতিতেই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি।" অভিষেক নায়ারের সাফ কথা, "আমরা পিচ তৈরিতে কোনওরকম প্রভাব খাটায় না।"
ঘরের মাঠে শেষবার ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে। তার পর একযুগে ১৮টি সিরিজে অপরাজেয় ছিলেন রোহিত-বিরাটরা। ভারতের সেই দর্পচূর্ণ করেছেন কিউয়িরা। দুই টেস্টেই ভারতের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে সিনিয়রদের ব্যর্থতা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার লজ্জা। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ মোটে ১৫৬। দুই টেস্টেই তরুণদের কাঁধে ভর করে দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও রোহিত, বিরাটদের মতো অভিজ্ঞরা ব্যর্থই। যদিও অভিষেক নায়ার তাঁদের পাশেই দাঁড়াচ্ছেন।
গম্ভীরের ডেপুটির বক্তব্য, "বিরাট-রোহিতরা দুর্দান্ত ক্রিকেটার। বহু বছর ধরে ভালো খেলে আসছেন। তাঁদের যদি খারাপ সময় যায়, তাহলে কিছুটা সময় তো দিতেই হবে।" অভিষেক বলছেন, "আমাদের বিশ্বাস রাখতে হবে যে ওরা ফিরে আসবে। সেই পরিশ্রমটাও ওরা করছে।"