shono
Advertisement

আপনার অব্যর্থ লক্ষ্যে ঘায়েল হবে শত্রু, নয়া ভিডিও গেমে চমক বায়ুসেনার

কোন কৌশলে জানেন? The post আপনার অব্যর্থ লক্ষ্যে ঘায়েল হবে শত্রু, নয়া ভিডিও গেমে চমক বায়ুসেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Jul 22, 2019Updated: 08:57 PM Jul 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের মতো আপনিও যদি শত্রুকে নিমেষে খতম করতে পারেন, কেমন লাগবে? কী, মশকরা মনে হচ্ছে? একদমই নয়৷ খুব শীঘ্রই হয়ত এমন সুযোগ আসবে আমার-আপনার কাছে৷ কীভাবে? সৌজন্যে ভারতীয় বায়ুসেনা৷

Advertisement

[ আরও পড়ুন: ফেস অ্যাপের ন্যায় প্রযুক্তির কল্যাণে ১৮ বছর আগে হারানো ছেলের হদিশ পেল পরিবার]

আরও স্পষ্ট করে বলতে গেলে, এবার কোনও ট্রেনিং ছাড়াই আপনাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে বায়ুসেনা৷ তবে  সত্যিকারের যুদ্ধক্ষেত্রে নয়, বরং ভিডিও গেমের মাধ্যমে আপনাকে যুদ্ধের পরিবেশে নিয়ে যাওয়ার কথা ভাবছে তাঁরা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় বায়ুসেনার এই ভিডিও গেমের টিজার৷ যেখানে শুরুতেই চমকের ব্যবস্থা করেছে বায়ুসেনা৷ ব্যবহার করা হয়েছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো দেখতে একজনকে৷ ওরকমই মুখের গঠন৷ ওরকমই গায়ের রঙ৷ সঙ্গে অবশ্যই রয়েছে তাঁর ট্রেডমার্ক ‘গোঁফ’৷

কেবল একা অভিনন্দন নন, তাঁর সঙ্গে রয়েছে মিগ ২১-এর মতো দেখতে একটি যুদ্ধবিমানও৷ পাক ভূমিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ারস্ট্রাইকের পর যে যুদ্ধবিমান নিয়ে সীমান্ত টপকে পাকিস্তানে প্রবেশ করেছিলেন তিনি, টিজারেও তেমন একটি যুদ্ধ বিমানকেও দেখানো হয়েছে৷ সঙ্গে রয়েছে, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন পরিস্থিতির ক্লিপিংস৷ কখনও দেখা যাচ্ছে যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত করছে নির্দিষ্ট টার্গেটে৷ অব্যর্থ লক্ষ্যে ধ্বংস করছে শত্রুর ঘাঁটি৷ কখনও দেখা যাচ্ছে, শত্রুর ছোঁড়া মিসাইলকে ডজ করে এগিয়ে যাচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান৷ জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই গুগল প্লে-স্টোর ও অ্যাপেল স্টোরে মুক্তি পাবে সম্পূর্ণ গেমটি৷

[ আরও পড়ুন: ৯ লাখের ক্যামেরা মিলল সাড়ে ছ’হাজারে! আমাজনে ছাড়ের বহর দেখে হতবাক ক্রেতারাও ]

The post আপনার অব্যর্থ লক্ষ্যে ঘায়েল হবে শত্রু, নয়া ভিডিও গেমে চমক বায়ুসেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement