সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতলে সব কৃতিত্ব গৌতম গম্ভীরের। আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারলে সব দোষ শ্রেয়স আইয়ারের? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ইয়ান বিশপ।
কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ছন্দে রয়েছে। প্লে অফের দৌড়ে ভালো মতোই রয়েছেন নাইটরা। কেকেআর ম্যাচ জিতলেই গম্ভীরের প্রশংসা হচ্ছে সর্বত্র। সোশাল মিডিয়ায় এক ক্রিকেটভক্ত গম্ভীরের প্রশংসা করে একটি পোস্ট করেন। সেই ভক্তের পোস্টের জবাবেই বিশপ লেখেন, ''ম্যাচ জিতলে প্রশংসিত হয় জিজি (গৌতম গম্ভীর)। ম্যাচ হারলে শ্রেয়স আইয়ারকে কাঠগড়ায় তোলা হবে? কেকেআর হারলে কি বলা হবে জিজি-র দোষ রয়েছে?''
[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]
নতুন এক বিতর্কের জন্ম দিলেন বিশপ। এগারোটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে জিতেছে কেকেআর। পয়েন্ট টেবিলে কলকাতা এক নম্বরে।
শনিবার কেকেআরের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নামার আগে নিজেদের প্রস্তুত করার সময় পাবে কেকেআর। লখনউকে হারিয়ে মঙ্গলবার শহরে ফিরেছেন নাইটরা। সোমবার স্বস্তির বৃষ্টি নামে শহর কলকাতায়। সঙ্গে চলে কালবৈশাখি। আর প্রবল ঝড়বৃষ্টির জন্য কলকাতায় নামতে পারেনি নাইটদের বিমান। সেই বিমান চলে যায় গুয়াহাটি। পরে রাতে কলকাতা ফেরার কথা থাকলেও বারাণসী চলে যায় নাইটদের বিমান। মঙ্গলবার শহরে ফিরে আসে কেকেআর।