shono
Advertisement

করবে কাজ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সই, এই সংস্থায় স্থগিত ৭,৮০০ কর্মীর নিয়োগ!

যতদিন যাচ্ছে মানব জীবনে থাবা বসাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।
Posted: 04:34 PM May 02, 2023Updated: 04:34 PM May 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে মানব জীবনে থাবা বসাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। অনেক ক্ষেত্রে তা আশীর্বাদ হলেও এই প্রযুক্তির জন্যই কর্মহারা হচ্ছেন বহু মানুষ। কর্মীদের শূন্যস্থান পূরণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। একাধিক সংস্থার মতো এবার এই একই পথে হাঁটল আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস)।

Advertisement

সম্প্রতি কর্মীনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আইবিএমের (IBM) তরফে। তবে এবার শোনা যাচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়িয়েছে এই আইটি সংস্থা। আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৭ হাজার ৮০০ পদে চাকরি করবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সই! সংস্থার সিইও অরবিন্দ কৃষ্ণ জানান, ব্যাক অফিসে যে কর্মী নিয়োগের কথা ছিল, তা আপাতত করা হচ্ছে না। তিনি আরও জানান, যে ৩০ শতাংশ কর্মীকে সরাসরি ক্লায়েন্টদের মুখোমুখি হতে হয় না, আগামী পাঁচ বছরে তাঁদের পরিবর্ত হিসেবে জায়গা করে নেবে এআই।

[আরও পড়ুন: ফাঁসির বদলে যন্ত্রণাহীন মৃত্যুদণ্ডের ভাবনা, সুপ্রিম কোর্টে কমিটি গড়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্র]

গত বছর নভেম্বর আত্মপ্রকাশ করে চ্যাট জিপিটি, মাইক্রোসফট আনে ওপেন এআই নামের চ্য়াটবট। তার পর থেকেই চাহিদা এবং প্রয়োগ বেড়েছে এআই-এর। ইতিমধ্যেই একাধিক টেক জায়ান্ট খরচ কমাতে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে। মাইক্রোসফট, মেটা, আলফাবেট, আমাজন-সহ বহুজাতিক সংস্থাগুলির কর্মীরা দফায় দফায় চাকরি হারিয়েছেন। কীভাবে এআই-কে বিকল্প হিসেবে আরও বেশি করে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। এবার কর্মীদের চিন্তার খবর দিল কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা আইবিএমও। কারণ আগামী কয়েক বছরে এভাবে কর্মীদের জায়গা এআই নিলে দেশে বেকারত্বের সমস্যা আরও প্রকট হবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বকেয়া DA-র দাবিতে মিছিলের অনুমতি দিল হাই কোর্ট, কড়া প্রশ্নের মুখে রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement