shono
Advertisement

Breaking News

IBPS Clerk 2022: IBPS-এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 05:23 PM Jul 04, 2022Updated: 05:25 PM Jul 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএসের (IBPS) মাধ্যমে ব্যাংকে কর্মী নিয়োগ। ক্লার্ক পদে ৬ হাজার ৩৫ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

  • ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক।

আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২২ সাল অনুযায়ী ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলি জাতি এবং উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: আইনের গেরো, ধর্ষণের শিকার ১০ বছরের নাবালিকাকে গর্ভপাতের জন্য পেরতে হল সীমানা]

আবেদনের পদ্ধতি:
https://www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারীদের অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://www.ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: দমকলের চাকরিতে বেনিয়মের অভিযোগ, ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement