shono
Advertisement

Breaking News

IBPS Recruitment 2022: একাধিক ব্যাংকে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন?

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 07:38 PM Jun 15, 2022Updated: 07:38 PM Jun 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, আইবিপিএসের (IBPS) মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ৮ হাজার ১০৬ জন কর্মী নিয়োগ। এ রাজ্যের হাওড়া, মুর্শিদাবাদ এবং কোচবিহারেও রয়েছে শূন্যপদ। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল-২ জেনারেল ব্যাংকিং অফিসার (ম্যানেজার), অফিসার স্কেল – ২ স্পেশ্যালিস্ট অফিসার্স (ম্যানেজার), অফিসার স্কেল – ৩(সিনিয়র ম্যানেজার) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

  • ন্যূনতম স্নাতক হলে উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করা যাবে।
  • আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানতেই হবে।
  • কম্পিউটারে কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
১ জুন, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: রাজ্যের ২ জেলায় প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
https://ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ২৭ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
অফিসার (স্কেল ১, ২ ও ৩) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে আবেদনকারী তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ব্যাংকে ১৭৫ টাকা জমা দিতে হবে। সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি ৮৫০ টাকা।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: কলকাতা পুলিশে ১ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন শূন্যপদে আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement