সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাতে সাত’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটারদের সঙ্গে দারুণ ফর্মে রয়েছেন বোলাররা। তবে ভারতীয় দলের এমন দুরন্ত পারফরম্যান্স চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মনে ধরছে না! আর তাই হয়তো পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা ( Hasan Raza) এবার ভারতীয় বোলারদের ‘চিটার’ বলে বসলেন! এক সময় ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত রামিজ রাজার ছেলে হাসানের আরও দাবি, ভারতীয় দল নাকি ডিআরএস-কে প্রভাবিত করছে! হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার।
একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ভারতের বোলারদের তীব্র নিন্দা করছিলেন হাসান রাজা। এমন কিছু মন্তব্য করেছিলেন যে গুলো অবান্তর ছাড়া আর কিছুই নয়। এর প্রতিবাদ জানিয়েছেন আকাশ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’
[আরও পড়ুন: ‘বিলকুল আমার মতোই দেখতে, তবে একটু লম্বা!’, ওয়াংখেড়েতে শচীনের মূর্তি দেখে মজা করলেন স্টিভ স্মিথ]
সেই অনুষ্ঠানে হাসান রাজা বলে ওঠেন, “এবারের বিশ্বকাপে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! এমনটা কিন্তু আগে দেখা যেত না। মনে হচ্ছে ওরা কিছু একটা চিটিং করছে।” এখানেই না থেমে হাসান ফের যোগ করেছেন, “গত সাত ম্যাচে ভারতীয় দল কমপক্ষে সাত-আটটি ডিআরএস-এর সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে খেলার জন্য মাঠে থাকা আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারকেও হাত করে নিয়েছে!”
রামিজ পুত্রের এমন বক্তব্য ভাইরাল হওয়ার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন আকাশ। তাঁর মতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার প্রচারে আসার জন্য অহেতুক বিতর্কিত মন্তব্য করেছেন।