সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে তিনি মারকুটে ব্যাটার হিসাবেই পরিচিত। আইপিএল-এ (IPL) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলার সুবাদে আফগানিস্তানের (Afghanistan) রহমনুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) আলাদা একটি পরিচিতি তৈরি হয়েছে। এহেন আফগান ওপেনার মহানুবতার নজির গড়লেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। সেই ম্যাচ খেলে রাতের আহমেদাবাদ শহর ঘুরতে বেড়িয়েছিলেন রহমনুল্লাহ। এর পর গুজরাটের সেই শহরের ফুটপাতবাসীদের মুখে হাসি ফোটালেন রহমনুল্লাহ। সেই ভিডিও ভাইরাল আসলে দেশজুড়ে পালিত হচ্ছে দিওয়ালি। আলোর এই উৎসবে মাথার নীচে ছাদ না থাকা মানুষগুলোর কথা ভেবে এগিয়ে এলেন গুরবাজ। সোশাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
আহমেদাবাদে ফুটপাতবাসীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রহমনুল্লাহ। অবশ্য তিনি সেটা নিজে ফলাও করে জানাননি। রাতের অন্ধকারে লুকিয়ে এই অসাধারণ কাজটি করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভোর ৩টে নাগাদ আফগান ওপেনার ফুটপাতে শুয়ে থাকা মানুষদের পাশে ৫০০ টাকার নোট রেখে যান। যে ব্যক্তির কণ্ঠস্বর ভিডিয়োতে শোনা গিয়েছে, তাঁর দাবি তিনি তাঁর বাড়ির সামনে গুরবাজকে এই দারুণ কাজটি করতে দেখেছিলেন।
[আরও পড়ুন: ‘গত ৫০ ওভারে এটাই টিম ইন্ডিয়ার সেরা বোলিং অ্যাটাক!’ শাস্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]
রহমনুল্লাহ ঘুমন্ত ফুটপাতবাসীদের অবশ্য ডেকে তোলেননি। শুয়ে থাকা সকলের পাশে তিনি এক এক করে ৫০০ টাকার নোট রেখে দেন। ভিডিওতে দেখা যায়, এক মহিলা আফগান ওপেনারের পাশে হাঁটছেন। যাকে দেখে মনে হয় সম্ভবত তিনিও ফুটপাতেই থাকেন। হয়তো গুরবাজকে দেখে উঠে পড়েন তিনি।
আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ২০২২ সালে জেসন রয়ের বদলি হিসেবে আফগান তারকাকে নিয়েছিল। সে বার অবশ্য খেলার সুযোগ পাননি তিনি। ২০২৩ সালের আইপিএলে তিনি কেকেআরের হয়ে খেলেছেন। এবন মারকুটে মেজাজে ব্যাট করার জন্য সুনাম অর্জন করেছিলেন।