সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সাল। বিসিসিআই (BCCI) বনাম বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে ইগোর সমস্যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিসিসিআই (BCCI) সভাপতি থাকার সময় বিরাট কোহলিকে (Virat Kohli) অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় রোহিতের কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে শুধু একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্যই হিটম্যানকে অধিনায়ক করা হয়েছিল। এর পর দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল ব্যর্থ হলে, বিরাট টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে টেস্ট ক্রিকেট দলের দায়িত্বও রোহিতকে দেওয়া হয়েছিল।
রোহিতকে ভারতের অধিনায়ক হওয়ার জন্য চাপ দিয়েছিলেন মহারাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, “রোহিত তো প্রথমে অধিনায়কের দায়িত্বই গ্রহণ করতে চাইছিল না। অনেক চেষ্টার পরেও রোহিতকে বোঝাতে পারছিলাম না। ও অধিনায়ক হতে চাইছিল না। শেষ পর্যন্ত এমন একটা সময় আমি ওকে বললাম যে তুমি যদি এই প্রস্তাবে সহমত না হও, তাহলে আমি নিজে তোমার নাম ঘোষণা করব।”
[আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি খেলবেন রোহিত-কোহলিরা? ইঙ্গিত মিলল দ্রাবিড়ের সাংবাদিক বৈঠকে]
রোহিতের নেতৃত্বে চলতি বিশ্বকাপে ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করছে। আর তাই রোহিতকে দরাজ সার্টিফিকেট দিয়ে সৌরভ ফের বলেন, “আমি খুব ভালো করেই জানতাম যে ও কত বড়মাপের অধিনায়ক। আর সেই ফলাফলটা আমরা আজ দেখতে পাচ্ছি।”
কিন্তু কেন রোহিত দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না? ভারতের প্রাক্তন অধিনায়ক শেষে বলেন, “আসলে রোহিত নিজের ব্যাটিং নিয়ে বেশি ভাবতে চেয়েছিল। এরমধ্যে টেস্ট ক্রিকেট, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেট আর এই তিনটে ফরম্যাটের চাপ। পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তাই হয়তো রাজি হচ্ছিল না। তবে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া থেকে বড় সম্মান আর কিছুই হতে পারে না। তাই ও রাজি হওয়ার জন্য আমি খুব খুশি।”