shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: ভারত-পাক মহারণের আগে থাকছে মেগা সঙ্গীতানুষ্ঠান, পারফর্ম করবেন অরিজিৎ সিং

উপস্থিত থাকতে পারেন বিগ বি, রজনীকান্ত, শচীন।
Posted: 11:24 PM Oct 12, 2023Updated: 11:24 PM Oct 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কিন্তু শনিবারের ধুন্ধুমার ম্যাচের আগে মেগা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন স্বয়ং অরিজিৎ সিং।
ভারত-পাক ম্যাচের উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে আহমেদাবাদে। মহাম্যাচের বল গড়াবে দুপুর দুটোয়। তার আগে বেলা সাড়ে ১২টা থেকে শুরু হবে এই সঙ্গীতানুষ্ঠান। অরিজিৎ সিং ছাড়াও বিশ্বকাপের সেরা বক্স অফিসকে কেন্দ্র করে চাঁদের হাট বসবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচ দেখতে আসার কথা ‘হুজ হু’দের। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন তেণ্ডুলকরের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন সেদিন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে গোল্ডেন কার্ড। ভারত-পাক ম্যাচের আগেই দারুণ এক আবহ তৈরি করে দেওয়া হবে স্টেডিয়ামে। 

Advertisement

[আরও পড়ুন: এ কোন অস্ট্রেলিয়া! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন স্মিথরা]

 

পাক ক্রিকেটাররা এমনিতেই বলিউডের ছবি পছন্দ করেন। শাহরুখ খান-সলমন খানরা দারুণ জনপ্রিয় ওয়াঘার ওপারে। বলিউডি গানও জনপ্রিয় পাক মুলুকে। শাহিন আফ্রিদি বনাম রোহিত শর্মা, হ্যারিস রউফ বনাম বিরাট কোহলি যুদ্ধের আগে দারুণ এক আবহ তৈরি হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, একথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই দুদল পৌঁছে গিয়েছে আহমেদাবাদে। আগামিকাল দুদলের অনুশীলন। শনিবার নেমে পড়বেন বাবর আজম-রোহিত শর্মারা। 

[আরও পড়ুন: ‘আফ্রিদি আটকে গেলে কী হবে?’ ভারত ম্যাচের আগে বোলিং নিয়ে চিন্তায় প্রাক্তন পাক তারকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement