shono
Advertisement

ICC ODI World Cup 2023: হার্দিকের পরিবর্ত কে? এই তারকার হয়ে সওয়াল করছেন ভাজ্জি

আগামী দুটো ম্যাচে নেই হার্দিক।
Posted: 02:32 PM Oct 26, 2023Updated: 03:01 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগামেন্ট ছিঁড়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। বিশ্বকাপ (ODI World Cup 2023) থেকেই কি ছিটকে যেতে হচ্ছে তারকা অলরাউন্ডারকে? পুরোদস্তুর সেরে উঠতে কম করে দুসপ্তাহ সময় লাগবে হার্দিকের। যদিও কতদিনের জন্য তিনি ছিটকে গেলেন, তা জানায়নি বিসিসিআই।
আপাতত যা খবর, তাতে ভারতের আগামী দুটো ম্যাচে হার্দিককে পাওয়া যাচ্ছে না। ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) মনে করেন, হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে খেলানো যেতেই পারে। 

Advertisement

[আরও পড়ুন: ৫ উইকেট পাওয়ার পরেও শামির উপরে কোপ? ইংল্যান্ড ম্যাচে বদলের ভাবনা ভারতীয় দলের]

রবিবার বিশ্বকাপে ভারতের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি জানিয়েছেন, পাণ্ডিয়ার অনুপস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ‘স্কাই’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রানে রান আউট হন সূর্যকুমার। সেটাই ছিল বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচ। সেই ম্যাচে নজর কাড়তে পারেননি সূর্যকুমার।
হরভজন বলেছেন, ”পরবর্তী দুটি ম্যাচে হার্দিকের খেলার কোনও সম্ভাবনাই নেই। পাণ্ডিয়াকে পাওয়া না গেলে সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারে। ৬ নম্বর পজিশনে ব্যাট করে সূর্য। গত ম্যাচে দুর্ভাগ্যের শিকার হয়েছে ও। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় সূর্যকুমারকে।”
কিউয়িদের বিরুদ্ধে অভিষেক ম্যাচে রান না পাওয়ার প্রায়শ্চিত্ত সূর্যকুমার যাদব করতেই পারেন পরবর্তী ম্যাচগুলোতে। অবশ্য তাঁকে যদি দলে নেওয়া হয়। কিউয়ি ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করে হরভজন বলছেন, ”সূর্যকুমার যাদব যদি ক্রিজে থাকত, তাহলে ম্যাচটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আমার মনে হয়, সূর্যকুমার যাদব প্রথম একাদশে সুযোগ পেলে রান আউটের প্রায়শ্চিত্ত করতে পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সূর্যর পারফরম্যান্স রীতিমতো ভালো।” 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কীভাবে সতীর্থদের উদ্বুদ্ধ করছেন রোহিত?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement