সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কেন বারবার শরীরের একই জায়গায় চোট পাচ্ছেন? টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার পিঠের চোট সারিয়ে ওঠার পর আবার কীভাবে একই জায়গায় চোট পেলেন? এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রাক্তন ওপেনারের আরও দাবি, আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দলেও শ্রেয়স নাকি থাকবেন না! আসলে এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝেও ফের পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স। আর তাই এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি।
এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেছেন, “সত্যি এটা চিন্তার বিষয়। একজন ক্রিকেটার চোটের জন্য এতগুলো মাস মাঠের বাইরে থাকবে। এরপর দলে যোগ দিয়ে মাত্র একটা ম্যাচ খেলেই চোট পাবে! এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমার ধারণা এরপর চোট পাওয়া শ্রেয়সকে বিশ্বকাপের দলে রাখা হবে না।”
[আরও পড়ুন: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]
এরপর তিনি আরও যোগ করেছেন, “আমার কথা মিলিয়ে নেবেন। শ্রেয়স বিশ্বকাপ খেলতে পারবে না। দেখুন বিশ্বকাপ জিততে হলে দলে ফিট ক্রিকেটার দরকার। পারফরম্যান্স কিংবা অভিজ্ঞতা আলাদা ব্যাপার। সাত-আট মাস মাঠের বাইরে থেকে বিশ্বকাপ খেলা কিন্তু মুখের কথা নয়। ভেবে দেখুন, শ্রেয়স বিশ্বকাপ শুরু হলে আবার যদি চোট পায় তাহলে কিন্তু ভারতীয় দল বদলি হিসাবে কাউকে নিতে পারবে না।”
শুধু শ্রেয়সের ক্ষেত্রে নয়। এর আগেও একাধিক ক্রিকেটারের চোটের ইস্যু নিয়ে এনসিএ-কে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। আর সেইজন্য ভিভিএস লক্ষ্মণের এনসিএ-এর কার্যকারিতা নিয়ে মুখ খুললেন তিনি। গম্ভীর ফের যোগ করেন, “এরপর যদি এনসিএ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে কি সেটা খুব অন্যায় হবে! একজন ক্রিকেটার এতগুলো মাস মাঠের বাইরে থাকার কীভাবে চোট পায়? কীভাবে শ্রেয়সকে ম্যাচ ফিটের সার্টিফিকেট দেওয়া হল? আমার মাথায় আসছে না।”
তবে গম্ভীর যাই বলুন। রোহিত শর্মার দাবি শ্রেয়সের চোট নিয়ে চিন্তিত হওয়ার তেমন ব্যাপার নেই। এশিয়া কাপ জয়ের পর রোহিত বলেন, “শ্রেয়সের চোট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। ও আগের থেকে অনেকটাই ফিট। কিছু জায়গায় এখনও ফিট হতে হবে। তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছিল।”