সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ব্যাটিং করার সময় বাঁ উরুতে চোট পেয়েছিলেন। সেই চোট নিয়েই ১০ বোলিং করেন। তবে গত দুদিন ধরে শোনা যাচ্ছে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) সেই চোট নাকি এখনও পুরোপুরি সারেনি। শুধু তাই নয়, জ্বরেও আক্রান্ত হয়েছেন বাংলাদেশের (Bangladesh) অধিনায়ক। আগামী ১৯ অক্টোবর বিশ্বকাপের (ICC ODI World Cup 2023 IND vs BAN) মঞ্চে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামবে টাইগার্সরা। পুণের এমন মেগা ম্যাচে কি আদৌ বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার খেলতে পারবেন? সেই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে।
কিউইদের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই মাঠ ছেড়েছিলেন শাকিব। ব্যাট করার সময় চেন্নাইয়ের গরমে তাঁর বাম পায়ের উরুর পেশিতে টান ধরে। ইতিমধ্যেই এক হাসপাতালে শাকিবের উরুর স্ক্যান করানো হয়। সূত্রের দাবি, শাকিবের চোট নাকি তেমন গুরুতর নয়। তবে দুই থেকে তিন দিন অনুশীলন করতে পারবেন না তিনি। তাঁকে নিয়ে বিশ্বকাপের মাঝে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ। তবে শাকিবের চোটের উপাখ্যান এই নতুন নয়। বিশ্বকাপ শুরুর আগেও অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন শাকিব। সে কারণে দু’টি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি।
[আরও পড়ুন: ইংল্যান্ড বধ করে ইতিহাস লেখার পরেই আফগান সুন্দরীর নাচের ভিডিও ভাইরাল]
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ শিবিরে ঝামেলা লেগে আছে। এশিয়া কাপে ব্যর্থতার পর, শাকিব বনাম তামিম ইকবালের ইগোর লড়াই। এবং এর পর দলের তারকা ওপেনারের বাদ যাওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পদ্মাপাড়ের দেশ। যদিও আফগানিস্তানকে হারিয়ে কাপ যুদ্ধের অভিযান শুরু করার পর মনে করা হচ্ছিল যাবতীয় বিতর্কের অবসান ঘটেছে। কিন্তু কোথায় কি! শাকিবের চোট ও রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ফের নতুন বিতর্কের জন্ম দিল।