আলাপন সাহা: পুণেতে হালকা বৃষ্টি। বিকেলের দিকে বৃষ্টি নামে। আর এই বৃষ্টির জন্যই ক্রিকেটপ্রেমীদের মনে আশঙ্কা বৃহস্পতিবারের ভারত-বাংলাদেশ ম্যাচেও কি বৃষ্টি থাবা বসাবে? ঝরে পড়বেন কি বরুণদেবতা? তার ফলে কি বিঘ্নিত হবে দুই প্রতিবেশী দেশের ম্যাচ? এরকম নানা প্রশ্ন বুধবিকেলে।
বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে (ICC ODI World Cup 2023 IND vs BAN) বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা এদিন তৈরি হলেও, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা নেই। ভারত-বাংলাদেশ ম্যাচ নির্বিঘ্নেই হবে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘ভারতকে বাংলাদেশ হারালেই…’, পাকিস্তানি নায়িকার মোহময়ী প্রস্তাব]
রোহিত শর্মার ভারত দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচই জিতেছে। অন্যদিকে বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। বাকি দুটিতেই হার মেনেছে। তবে ইদানীংকালের ভারত-বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বলছে, দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে কিছু না কিছু ঘটে। সেরকমই কিছু আবার অপেক্ষা করছে না তো পুণেতে? সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে লক্ষ্মীবারের পুণে।