সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup) দীর্ঘ ইতিহাসে বোলারদের দাপট দেখেছে দুনিয়া। তবে বাইশ গজের লড়াইয়ে ভারতীয় ব্যাটাররাও প্রয়োজনে তুলে নিয়েছেন উইকেট। এবারের কাপযুদ্ধও তার ব্যতিক্রম নয়। নেদারল্যান্ডস ম্যাচে তাক লাগিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। অতীতে এই তালিকায় ছিলেন আজহারউদ্দিন (Mohammad Azarharuddin) থেকে শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)। চলুন জেনে নেওয়া যাক ম্যাচ উইনার ব্যাটারদের বোলিং পারফরম্যান্স।
১) ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। আউট করেন মার্টিন স্নেড্ডেন ও মার্টিন ক্রোকে। সেবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ রানে ৩ উইকেট তুলে নেন আজ্জু।
২) ১৯৯৬ বিশ্বকাপে জিম্বাবোয়ের অ্যালিস্টার ক্যাম্পবেল ও ক্রেগ ইভান্সের উইকেট নিয়েছিলেন অজয় জাদেজা।
৩) চার-চারটি বিশ্বকাপে উইকেট নেওয়ার নজির রয়েছে মাস্টার ব্লাস্টারের। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি করে উইকেট নেন শচীন তেণ্ডুলকর। ৯৬-এর বিশ্বকাপে আবার শেষ চারের লড়াইয়ে ২ শ্রীলঙ্কান ব্যাটারকে ফিরিয়েছিলেন প্যাভিলিয়নে। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে পান জোড়া উইকেট। ২০০৭ কাপযুদ্ধে বারমুডা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে উইকেট নেন তিনি।
[আরও পড়ুন: পেন কিলার খেয়ে শতরান! আনটোল্ড স্টোরি সামনে আনলেন শ্রেয়স আইয়ার]
৪) তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ৯৯-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পান সাফল্য। তুলে নেন একটি করে উইকেট। সেবারই ইংল্যান্ডের বিরুদ্ধে পান ৩ উইকেট। ২০০৩ বিশ্বকাপেও উইকেট পান ক্যাপ্টেন সৌরভ। জিম্বাবোয়ের ৩ ব্যাটারকে ফেরান তিনি।
৫) ওই বিশ্বকাপেই চমকে দেন বীরেন্দ্র শেহওয়াগ। জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ড ম্যাচে পান একটি করে উইকেট। পরবর্তী বিশ্বযুদ্ধেও মেলে জোড়া সাফল্য। ধাক্কা খেয়েছিল বাংলাদেশ।
৬) দর্শকের মুখে হাসি ফুটিয়েছিলেন ভারতীয় তারকা সুরেশ রায়নাও। ২০১১ বিশ্বকাপে তুলে নিয়েছিলেন এক ক্যারিবিয়ান তারকাকে।
৭) সেই ট্র্যাডিশন বয়ে নিয়ে চলেছেন কোহলি-রোহিতরা। আরও চমকের অপেক্ষায় ক্রিকেটভক্তরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুজনেই উইকেট তুলে নিয়েছিলেন।