সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে গান্ধীগিরি। আর সেই গান্ধীগিরি দেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।
চিপকে পাকিস্তানের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই রিজওয়ানকে লক্ষ্য করে গালিগালাজ বর্ষণ করেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেন (Marco Jansen)।
[আরও পড়ুন:‘আমি তো সেদিনই অবসর নিয়ে ফেলেছিলাম’, কোন দিনের কথা বললেন ধোনি?]
ম্যাচের ষষ্ঠ ওভারের ঘটনা। দুটো ডট বলের পরে জ্যানসেন আউট করেন ইমাম উল হককে। ইমাম ফিরে যাওয়ার পরে জ্যানসেনের বলে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি মারেন রিজওয়ান। ব্যাপারটা ভালো ভাবে নেননি পাক তারকা। দুই তারকা ক্রিকেটারের মধ্যে বাদানুবাদ হয়। ওভারের শেষ বলের পরে ফের রিজওয়ানকে কিছু বলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার।
রিজওয়ান অবশ্য জ্যানসেনকে উত্তর দেননি। দুর্দান্ত স্পোর্টসম্যানশিপের পরিচয় দেন পাক তারকা। তিনি জ্যানসেনের স্লেজিংয়ের উত্তরে দুহাত তুলে আলিঙ্গনের ইঙ্গিত করেন। রিজওয়ানের মুখে খেলা করছিল হাসি। রিজওয়ান অবশ্য প্রোটিয়াদের বিরুদ্ধে বেশি দূর এগোতে পারেননি। ২৭ বলে ৩১ রানে ফিরতে হয় রিজওয়ানকে।