shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ! বড় ধাক্কা খেল বাবর আজমের পাকিস্তান

বিশ্বকাপে নেই নাসিম শাহ!
Posted: 06:35 PM Sep 16, 2023Updated: 06:35 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে ছিটকে যাওয়ার পর আরও বড় ধাক্কা খেল পাকিস্তান (Pakistan)। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের দাবি অনুসারে কাঁধের চোটের জন্য ইতিমধ্যেই কাপ যুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন ২০ বছরের জোরে বোলার। শোনা যাচ্ছে তাঁর কাঁধের পেশি ছিঁড়ে গিয়েছে। শুধু বিশ্বকাপ নয় (ICC ODI World Cup 2023), নাসিমের কাঁধের যা অবস্থা তাতে ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর পাকিস্তান সুপার লিগেও অনিশ্চিত তিনি। নাসিম যে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন, শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে হারের পর সেই ইঙ্গিত দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)।

Advertisement

চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। ভারতীয় ব্যাটিংয়ের ৪৬তম ওভারে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর রিজার্ভ ডে-তেও তাঁকে বল হাতে মাঠে দেখা যায়নি। আর এরপর এমন খবর সামনে এল। যদিও পিসিবি-র তরফ থেকে এই ইস্যু নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে প্রথম স্ক্যান রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় স্ক্যানের রিপোর্ট হাতে এলে নাসিমের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে সরকারি ঘোষণা করে দেওয়া হবে।

[আরও পড়ুন: মেগা ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার আগেই সবাই হ্যারিস রউফ ও নাসিম শাহের চোট সম্পর্কে জানতে পেরেছিল ক্রিকেট দুনিয়া। পাক শিবিরের দাবি, হ্যারিস রউফ সুস্থ হয়ে উঠছেন। এবং ৬ অক্টোবর কাপ যুদ্ধে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যারিস খেলতে পারবেন। এমনটাই জানিয়েছিলেন বাবর। অবশ্য নাসিম শাহের চোটের ব্যাপারটা খুব বেশি খোলসা করতে চাননি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন বাবর। সেখানে নাসিম শাহের চোট প্রশ্ন করা হলে পাক অধিনায়ক বলেছিলেন, “আমাদের দ্বিতীয় পরিকল্পনার সম্পর্কে এখনই আমরা কিছু বলতে চাই না। তবে হ্যারিস রউফ সুস্থ হয়ে উঠছে। ওডিআই বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের আগেই ওকে পাবার সম্ভাবনা রয়েছে। নাসিম কতগুলো ম্যাচ খেলতে পারবে না সেই বিষয়ে আমি অবশ্য জানি না। তবে হ্যারিসকে আমরা পেতে পারি।”

নাসিম এমনিতেই চোটপ্রবণ। ১৭ বছর বয়সে তিনি পিঠে এমন মারাত্মক চোট পেয়েছিলেন, যা তাঁকে ১৪ মাস মাঠ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এহেন ডানহাতি জোরে বোলার নাকি এবার পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। শুধু সরকারি ঘোষণা সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: মেগা ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি ! রিজার্ভ ডে-তে খেলা না হলে জিতবে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement