shono
Advertisement

Virat Kohli: ‘বিশ্বকাপ জিতলেই বিরাটের অবসর নেওয়া উচিত!’ কেন এমন চমকে দেওয়া মন্তব্য করলেন এবি ডিভিলিয়ার্স?

বিশ্বকাপেই শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবেন বিরাট?
Posted: 04:13 PM Sep 29, 2023Updated: 12:48 PM Sep 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৪। বাইশ গজের যুদ্ধে তিনি ফর্মের তুঙ্গে রয়েছেন। এই মুহূর্তে শুধু ক্রিকেট দুনিয়া নয়, বিশ্ব ক্রীড়া জগতেও তিনি সুপার ফিটদের মধ্যে একজন। তিনি এক ও অদ্বিতীয় বিরাট কোহলি (Virat Kohli)। তবে এহেন ‘কিং কোহলি’-কে (King Kohli) অদ্ভুত এক উপদেশ দিলেন এবি ডিভিলিয়ার্স (Ab de Villiers)। দক্ষিণ আফ্রিকার (South Africa) ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’-র দাবি, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) এবার ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জিতলেই, একদিনের ক্রিকেট থেকে বিরাটের অবসর নেওয়া উচিত!

Advertisement

২০২৭ সালে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। হাতে এখনও রয়েছে চার বছর। সেই সময় বিরাটের বয়স হবে ৩৮। তখনও কি তিনি ফিটনেস বজায় রাখতে পারবেন? বিরাটকে কি একইরকম আগ্রাসী মেজাজে দেখা যাবে? এমন অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাওয়াই স্বাভাবিক। বিরাটের সেই কাপ যুদ্ধে খেলা বেশ কঠিন। এমনটাই মনে করেন এবি ডিভিলিয়ার্স। 

[আরও পড়ুন: বড় ধাক্কা খেল কিউইরা, বাটলার-স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে নেই উইলিয়ামসন! কিন্তু কেন?]

তিনি বলেন, “আমি জানি বিরাট দক্ষিণ আফ্রিকায় খেলতে ভালোবাসে। কিন্তু মনে রাখতে হবে পরবর্তী বিশ্বকাপ ২০২৭ সালে। হাতে এখনও অনেকটা সময়। মাঝের চার বছরে পরিস্থিতির অনেক বদল আসতে পারে। তাই এই মুহূর্তে এবারের বিশ্বকাপ নিয়েই বিরাটের চিন্তাভাবনা করা উচিত।” এখানেই থেমে না থেকে ডিভিলিয়ার্স আরও যোগ করেন, “ভারত যদি এবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে বিরাট একদিনের ক্রিকেটকে বিদায় জানাতেই পারে। কারণ এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সেটা আদর্শ সময় হতে পারে। বিরাট টেস্ট ক্রিকেটের কত বড় ভক্ত সেটা আমরা সবাই জানি। তাই ভারত এবার চ্যাম্পিয়ন হলে বিরাটের ৫০ ওভারের ফরম্যাট থেকে বিদায় নেওয়া উচিত। এতে ও পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। প্রয়োজন মনে হলে আইপিএল খেলতেই পারে।”

বিশ্বকাপের মঞ্চে বিরাটের অভিষেক ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেটা ছিল ২০১১ সাল। সেই ম্যাচে ১১৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর তাঁকে ২০১৫, ২০১৯ সালের কাপ যুদ্ধেও দেখা গিয়েছিল। গত তিনটি বিশ্বকাপে মোট ২৬টি ম্যাচ খেলেছিলেন। ২৬ ইনিংসে তাঁর রান ১০৩০। গড় ৪৬.৮১। স্ট্রাইক রেট ৮৬.৭০। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ৬টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১০৭ রান পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫ সালের বিশ্বকাপে। অ্যাডিলেডে এসেছিল সেই শতরান। এবার তাঁর ব্যাট থেকে কতগুলো শতরান দেখা যায় সেটাই দেখার।

অন্য দিকে ২৮১টি একদিনের ম্যাচে বিরাট ১৩০৮৩ রান করেছেন। গড় ৫৭.৩৮। স্ট্রাইক রেট ৯৩.৭৮। সঙ্গে রয়েছে ৪৭টি শতরান ও ৬৬টি অর্ধ শতরান। এহেন বিরাট কি তাঁর আইডল শচীন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড এবারের কাপ যুদ্ধে ভেঙে দিতে পারবেন? সেটা নিয়েও চলছে আলোচনা।

[আরও পড়ুন: দাপটের সঙ্গে ফাইনালে, মিক্সড ডাবলসে সোনা জয়ের স্বপ্নে বিভোর বোপান্না-ঋতুজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement