সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলা প্রায় পাকা। আর তাই কাপ যুদ্ধের মঞ্চে নিজেকে মেলে ধরার জন্য এবার নতুন অস্ত্রে শাণ দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ভালো ফর্মে আছেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার। প্রথম ম্যাচে ৪৭ রানে ১ উইকেট নিলেও, ইন্দোরে দাপট দেখান তিনি। নিয়েছিলেন ৪১ রানে ৩ উইকেট। চলতি সিরিজে ব্যাট করার সুযোগ না পেলেও, অশ্বিন অতীতে বড় রান করেছেন। তাই অশ্বিনকে শেষ মুহূর্তে কাপ যুদ্ধের দলে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আপাতত তিনি নিজের নতুন বোলিং স্কিল নিয়েই ভাবছেন।
বিসিসিআই.টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, “দেখুন সত্যি বলতে বৃষ্টির জন্য দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকার পর অস্ট্রেলিয়ার হাতে কিছুই ছিল না। ৫০ ওভারে ৪০০ রান তাড়া করা এক ব্যাপার। আর ৩৩ ওভারে ৩১৭ রান চেজ করা অন্য ব্যাপার। সেই রান তাড়া করে জেতা আরও কঠিন হয়ে দাঁড়ায়। সেটা আমি জানতাম। তাই লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছিলাম। এবং ক্যারাম বল সঠিক ভাবে করার জন্য ভারসাম্য বজায় রেখেছিলাম।”
[আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে নামার আগে ব্যাপক চাপে বাবর আজম! কিন্তু কেন?]
শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের দাপটে স্কোরবোর্ডে স্কোরবোর্ডে ৩৯৯ রান তুলে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে অশ্বিনের দাপটে ২১৭ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশান, জস ইংলিসকে ফেরান তিনি। তবে এর মধ্যে লাবুশানের উইকেট নিয়ে বাড়তি আলোচনা শুরু হয়েছে। অজি ব্যাটার তো অশ্বিনের ক্যারাম বল বুঝতেই পারেননি।
কিন্তু কোন ছকে অশ্বিন সে উইকেট পেলেন? অশ্বিন যোগ করলেন, “মার্নাস এর আগে আমাকে রিভার্স সুইপ মেরেছিল। তাই আমি ভেবেছিলাম ও ফের একই শট মারবে। আর তাই সেই বলের গতি বাড়িয়েছিলাম। একইসঙ্গে সেই ডেলিভারি স্টাম্পের বাইরে রাখতে চেয়েছিলাম। স্বভাবতই মার্নাস আমার ভ্যারিয়েশন বুঝতে পারেনি। কারণ ক্যারাম বলে সাফল্য পাওয়ার জন্য আমি তৃতীয় আঙুল ব্যবহার করেছিলাম।”
কিন্তু কীভাবে তিনি ক্যারাম বল রপ্ত করেছিলেন? অশ্বিনের প্রতিক্রিয়া, “এনসিএ-তে থাকার সময় সাইরাজ বাহুতুলের সঙ্গে অনেকটা সময় কাটাতাম। তবে ক্যারাম বলকে রপ্ত করতে তিন-চার দিনের বেশি সময় লাগেনি। আর তাই মনে হচ্ছে আমার অনেক আগেই ক্যারাম বল রপ্ত করা উচিত ছিল।”
এদিকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের দলকে বদলে দেওয়ার সুযোগ রয়েছে। ২৭ সেপ্টেম্বর অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। এরপর ৮ অক্টোবর প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ভারত। চেন্নাইতে আয়োজিত হবে সেই ম্যাচ। ঘরের মাঠে কি অশ্বিন বল হাতে নামবেন? সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।