-
- ফটো গ্যালারি
- Icc odi world cup 2023 rohit sharma captain virat kohli jasprit bumrah and mohammad rizwan in best world cup xi
ICC ODI World Cup 2023: বিশ্বকাপে সেরা একাদশে ভারতের চার তারকা, একমাত্র বাঙালি কে? ছবিতে দেখে নিন
দেখে নিন সংবাদ প্রতিদিন ডিজিটালের বাছাই করা প্রথম একাদশ।
Tap to expand
চলতি কাপ যুদ্ধের ৫ ম্যাচে ৪০৭ রান করে শীর্ষে রয়েছেন কুইন্টন ডি কক। সঙ্গে রয়েছে তিনটি শতরান। সর্বোচ্চ ১৭৪ রান বাংলাদেশের বিরুদ্ধে। ওপেনিংয়ের সঙ্গে কিপিংও করেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।
Tap to expand
রোহিতের নেতৃত্বে 'পাঁচে পাঁচ' করে শীর্ষে টিম ইন্ডিয়া। এর পাশাপাশি ব্যাটার রোহিতও ফর্মে রয়েছেন। ৩১১ রান করে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন হিটম্যান। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ১টি অর্ধ শতরান। সর্বাধিক রান ১৩১, আফগানিস্তানের বিরুদ্ধে।
Tap to expand
৫ ম্যাচে ৩৫৪ রান করে দুই নম্বরে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রান।
Tap to expand
৫ ম্যাচে ৩০২ রান করে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে পাক উইকেটকিপার। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ১টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১৩১ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে।
Tap to expand
৫ ম্যাচে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার-কিপার ২৮৮ রান করেছেন। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ১টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১০৯ রান ইংল্যান্ডের বিরুদ্ধে।
Tap to expand
বিশ্বকাপে তাঁর খেলার কথাই ছিল না। অথচ বাংলাদেশের এই তারকা প্রতি ম্যাচেই রান করেছেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১১ রান নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
Tap to expand
বল হাতে ২৩ বছরের এই তারকা দাপট দেখাচ্ছেন। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার। সেরা পারফরম্যান্স ডাচদের বিরুদ্ধে ২৭ রানে ২ উইকেট। এমনকি ব্যাট হাতেও দারুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন।
Tap to expand
৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সেরা বোলারদের মধ্যে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। ডাচদের বিরুদ্ধে নিয়েছিলেন ৫৯ রানে ৫ উইকেট।
Tap to expand
৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন অজি লেগ স্পিনার। সেরা পারফরম্যান্স নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন।
Tap to expand
৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে এই মুহূর্তে তালিকার তিন নম্বরে রয়েছেন ভারতের তারকা জোরে বোলার। সেরা পারফরম্যান্স আফগানিস্তানের বিরুদ্ধে। নিয়েছিলেন ৩৯ রানে ৪ উইকেট।
Tap to expand
৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে এই মুহূর্তে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের জোরে বোলার। সেরা পারফরম্যান্স নেদারল্যান্ডসের বিরুদ্ধে। নিয়েছিলেন ৪০ রানে ৩ উইকেট।
Published By: Sabyasachi BagchiPosted: 08:36 PM Oct 26, 2023Updated: 09:40 PM Oct 26, 2023
দেখে নিন সংবাদ প্রতিদিন ডিজিটালের বাছাই করা প্রথম একাদশ।