shono
Advertisement

Rohit Sharma: রোহিতকেই ভয় পাচ্ছে বাবর আজমের পাকিস্তান, অকপটে জানিয়ে দিলেন শাদাব খান

রোহিতের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ভারত।
Posted: 12:18 PM Oct 02, 2023Updated: 04:39 PM Oct 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের (India) কাছে হারতে হয়েছে। তবে এবার অন্য লড়াই। আরও কঠিন লড়াই। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ১৪ অক্টোবর আহমেদাবাদের (Ahamedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামবে পাকিস্তান (Pakistan)। এর আগে বাবর আজমের (Babar Azam) দলের সহ অধিনায়ক শাদাব খান (Shadab Khan) স্পষ্ট জানিয়ে দিলেন যে, তাঁর দল রোহিত শর্মাকে (Rohit Sharma) ভয় পাচ্ছে।

Advertisement

সাংবাদিক বৈঠকে শাদাব খান বলেন, “আমি রোহিত শর্মাকে যথেষ্ট সম্মান করি। ও ক্রিকেট দুনিয়ার অন্যতম শীর্ষ ব্যাটার। সেইজন্য ওর বিরুদ্ধে বল করাটাও বেশ কঠিন। একবার যদি উইকেটে থিতু হয়ে যায়, তাহলে আউট করা যথেষ্ট চাপ হয়ে যায়। আমি নিজে একজন লেগ স্পিনার। আর সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় বোলারদের সম্পর্কে বলতে পারি কুলদীপ যাদবই ওদের দলে সবথেকে বিপদজনক বোলার।”

[আরও পড়ুন: সোনা জয়ের আশা দেখালেও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা-ঐহিকা]

সাত বছর পর ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। ২০১৬ সালে শেষবার তারা ভারতে আইসিসি ট্রফি খেলতে এসেছিল। নিজামের শহর হায়দরাবাদে তারা গত বুধবার পা রেখেছে। শাদাব ফের যোগ করেছেন, “হায়দরাবাদ বিমানবন্দরে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। টিম হোটেলেও আমাদের স্বাগত জানাতে অনেকেই উপস্থিত ছিলেন। আমরা খুবই ভালো আতিথেয়তা পেয়েছি।” পাশাপাশি হায়দরাবাদের খাবার-দাবারও যথেষ্ট ভালো লেগেছে শাদাবের। সেকথাও জানাতে ভুললেন না তিনি।

[আরও পড়ুন: অশ্বিনকে সোশাল মিডিয়াতে আক্রমণ করে অহেতুক বিতর্কে লক্ষ্মণ! এরপর কী হল…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement