সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা (Rohit Sharma) বলেছিলেন, “আমার কেরিয়ার নিয়ে যা প্রশ্ন করার ২০১৩ সালের পর থেকে করুন।” যদিও তাঁর প্রিয় বন্ধু অমল মজুমদার (Amol Mazumdar) মনে করেন, ২০১১ সালে বিশ্বকাপে (ICC ODI World Cup 2011) সুযোগ না পাওয়া রোহিতকে মানসিকভাবে বদলে দিয়েছিল।
রোহিতের অধিনায়কত্ব ও তাঁর সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনা হতেই, ১৭১টি প্রথম শ্রেণির ম্যাচে ১১১৬৭ রান করা অমল মজুমদার বলেন, “রোহিত নিজে বলে ২০১৩ সালের পর থেকে বদলে গিয়েছে। তবে আমার মনে হয় ওর কেরিয়ার ২০১১ সালের পর বদলেছে। সেবার ঘরের মাঠে বিশ্বকাপ হলেও রোহিত সুযোগ পায়নি। সেই ঘটনার জন্য রোহিত ভেঙে পড়েছিল। যদিও অন্ধকারে চলে যায়নি। বরং জাতীয় দলে কামব্যাক করার জন্য নিজেকে তৈরি করেছিল। আরও মানসিকভাবে শক্তিশালী করে তোলে রোহিত। এর পর থেকে রোহিতকে আর ফিরে তাকাতে হয়নি। যত সময় এগিয়েছে, রোহিত ততই পরিণত হয়েছে।”
[আরও পড়ুন: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]
রোহিতকে দরাজ সার্টিফিকেট দিতে গিয়ে তাঁর চরিত্রের আরও একটি দিক তুলে ধরেন মুম্বইয়ের প্রাক্তন ব্যাটার। তিনি যোগ করেন,”রোহিতের কেরিয়ারের তিনটি দিক উল্লেখ করা যায়। প্রথম: রোহিত বরাবর দলের এবং নিজের পরিসংখ্যান সম্পর্কে ওয়াকিবহাল। এবং সেটা খুবই গুরুত্ব দেয়। দ্বিতীয়: অধিনায়কত্ব করা কিংবা নিজের ব্যাটিং, কোনও বিষয়কে রোহিত অহেতুক জটিল করে না। এবং ড্রেসিংরুমে শান্তি বজায় রেখে। দলের ভালো পারফরম্যান্সের এটা অন্যতম বড় কারণ। তৃতীয়: রোহিতের অধিনায়কত্বে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। সেটা মুম্বই ইন্ডিয়ান্সে ওর সাফল্য দেখলেই বোঝা যায়। আশাকরি এবার বিশ্বকাপ জিতে অধিনায়ক হিসাবে রোহিত নতুন নজির গড়বে।”
চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। অধিনায়কত্বের সঙ্গে ব্যাটেও চমক দেখাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খালি হাতে ফিরলেও, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৮৪ বলে ১৩১ রান করার পর, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৩ বলে ৮৬ রান। এবার সামনে বাংলাদেশ (Bangladesh)। আগামী ১৯ অক্টোবর পুণের স্টেডিয়ামে নামবে রোহিতের ভারত। সেই ম্যাচে হিটম্যান ও ‘মেন ইন ব্লু’ ব্রিগেড কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।