shono
Advertisement

ICC ODI World Cup 2023: ৮-০ ব্যবধানে পাকিস্তানকে হারাতেই ‘বন্ধু’ শোয়েবকে ট্রোল করলেন শচীন

সুযোগ পেয়েই শোয়েবকে খোঁচা দিলেন শচীন।
Posted: 10:57 PM Oct 14, 2023Updated: 10:58 PM Oct 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে আলোচনা হলেই সবার আগে চলে আসে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও শোয়েব আখতারের (Shoaib Akhtar) ডুয়েলের কথা। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়ানে ভারত-পাকিস্তান ম্যাচে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর বলে ‘মাস্টার ব্লাস্টার’ চিরস্মরণীয় একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। পাকিস্তানের (Pakistan) ২৭৩ রান তাড়া করতে নেমে শচীন সেই ম্যাচে ৯৮ রান করে কার্যত একা হাতে পাকিস্তানকে হারিয়েছিলেন। যদিও শোয়েবের বলে আউট হয়ে একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল তাঁর।

Advertisement

২০ বছর বাদে চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আরও একটা ভারত-পাক ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনায়াসে পাক বধ করল টিম ইন্ডিয়া (Team India)। আর এই নিয়ে শোয়েব আখতারকে বিদ্রুপ করে সচিন সোশাল মিডিয়ায় জবাব দিলেন। শোয়েব এক্সে লিখেছিলেন, ‘ভালো কিছু করতে হলে মাথাটা ঠান্ডা রাখো।’ ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সেই পুরনো টুইটে ম্যাচ শেষে জবাব দিয়ে মাস্টার ব্লাস্টার লিখলেন, ‘আমার বন্ধু। তোমার পরামর্শ অনুসরণ করলাম। আর সত্যি সবকিছু ঠান্ডা আছে।’

[আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, রোহিতের মুখে সেমিফাইনাল-ফাইনাল]

 

পাকিস্তান মাত্র ১৯১ রানে অল আউট হওয়ার পর শোয়েব তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘মাথাটা গরম আছে ঠিকই, কিন্তু আমায় নিজেকে নিজে বলতে হবে, ঠান্ডা থাক। ম্যাচ শেষে শোয়েব আখতার বললেন, বাবর আজমরা আমেদাবাদে যেভাবে হারলেন সেটা বড় হতাশার। কিন্তু এখনও টুর্নামেন্টের অনেকটা বাকি আচে। বাবরদের মাথা ঠান্ডা রেখে, আজকের হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ভারত বড় ম্যাচ অনায়াসে জিতছে, এটা ওদের পক্ষে খুব ভালো দিক।’ 

[আরও পড়ুন: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement