সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) একের পর এক চমক দেখা যাচ্ছে। এবারের কাপ যুদ্ধের প্রতি ম্যাচেই সেরা ফিল্ডারের পুরস্কার দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি (Virat Kohli, শার্দূল ঠাকুর (Shardul Thakur), লোকেশ রাহুল (Lokesh Rahul) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পর এবার সেরা ফিল্ডারের তকমা পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে সেরা ফিল্ডারের মেডেল নিয়ে টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমের আবহ ক্রমশই উপভোগ্য হয়ে উঠছে। ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) ঘোষণা করেন সেই ম্যাচের সেরা ভারতীয় ফিল্ডারের নাম। এবার স্পাইডার ক্যামেরা থেকে নেমে এল পদক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং ভালো হলেও সহজ ক্যাচ পড়েছে অন্তত তিনটি। যদিও তার মাঝেই ফিল্ডিংয়ে দুরন্ত অবদান রেখে সেরা ফিল্ডারের মেডেল জিতলেন শ্রেয়স।
[আরও পড়ুন: ‘দলের প্রয়োজনে বাইরে বসতে রাজি!’ অকপটে জানিয়ে দিলেন ম্যাচের সেরা মহম্মদ শামি]
কখনও কোচ নিজের মুখে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন, কখনও টেলিভিশনের পদায় ফুটে উঠেছে সেরা ফিল্ডারের নাম, কখনও আবার জায়ান্ট স্ক্রিনে চিহ্নিত করা হয়েছে বিজয়ীকে। রবিবার ধরমশালায় ভারতের সেরা ফিল্ডার ঘোষণায় ছিল রীতিমতো চমক। ফিল্ডিং কোচ তাঁর সংক্ষিপ্ত ভাষণে মহম্মদ সিরাজ, বিরাট, শ্রেয়সের প্রশংসা করেন। তবে কে জিতলেন পুরস্কার, সেটা জানার জন্য তিনি ক্রিকেটারদের ড্রেসিংরুমের বাইরে যেতে বলেন। কোচের কথা মতো ভারতীয় তারকারা সাজঘর থেকে বেরিয়ে মাঠে আসেন এবং বুঝতে পারেন যে, স্পাইডার ক্যামে ঝুলছে বেস্ট ফিল্ডারের মেডেল। স্পাইডার ক্যাম ধীরে ধীরে নীচে নেমে আসার পর দেখা যায় একটি বোর্ডে শ্রেয়সের ছবি দেওয়া রয়েছে। এর পর তাঁর গলায় পরিয়ে দেন পদক।